বাংলাদেশের কউমি মাদ্রাসা গুলী বাংলাদেশকে দিচ্ছে হাজার হাজার ভিক্ষুক , বোমারো , পরনির্ভরশীল একটি অন্ধ জাদি যা বাংলাদেশকে ভিক্ষুক থেকে আরও বেশী ভিক্ষুক ,বোমারো থেকে আরও বেশী বোমারো, অন্ধ থেকে আরও বেশী অন্ধ পরনির্ভরশীল থেকে আরও বেশী পরনির্ভরশীল বানাবে। আর সেই ভিক্ষুক, বোমারো, অন্ধ, পরনির্ভরশীল দের পিছনে ছুটেছে সরকার ! এখন আপনারাই বলুন আমাদের দেশ কোন পথে ছুটে চলছে ?