শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

কৃষ্ণগহ্বর

কৃষ্ণগহ্বর । 


কি ভীষণ বেদনায় কাটে দিন,কাটে রাত । 

আসে অমাবস্যা 

চারদিক অন্ধকার 

ঘোর ঘন মেঘে ছেয়ে গেছে 

ফাগুনের আকাশ । 

চারদিকে নেমেছে হতাশা হাহাকার 

যেন পৃথিবী এক গভীর কৃষ্ণগহ্বরে নিমজ্জিত । 

কোথাও কারো কোন সাড়া নেই । 

গভীর অন্ধকারে ঘুরপাক খাচ্ছে পৃথিবী। 

সবকিছু গভীর অথলে থলিয়ে যাচ্ছে । 

পৃথিবীর কিংবা বহির্জগতের কোন নিয়ম করছেনা কাজ । 

সময়ের গতি ও কেবল সামুকের গতির মত লাগছে । 

আলোর চেয়ে অধিক গতিতে মহাবিশ্ব ভ্রমণ করছি।  

অনন্তকালের অনন্ত মহাবিশ্বের অনন্ত ভ্রমণে আছি । 

জানিনা এর শেষ কোথায় ?

তবু ছুটেছি মহাজাগতিক নিয়মের বিপরীতে । 

কারণ আমরা মানুষ ! কৌতুহলী জানতে চাই সবকিছু । 

কিন্তু এই মহাবিশ্বের রহস্য কি আদৌ জানতে পারবো আমরা ?কারণ আমরা তো আমাদের নিজেকেই জানিনা।