সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

পৃথিবীতে ভাল মানুষেরা ভাল থাকেনা

পাশের বাড়ির এক দাদাকে দেখলাম, 
মাঝে মাঝে,কবিতা লিখতেন 
গান গাইতেন,সৎ জীবন যাপন করতেন । 

প্রথমে তার বউ তাকে ছেড়ে চলে গেল ।
দুটি সন্তান অসুস্থতায় মারা গেল ।
নদী ভাঙ্গানে ভাঙ্গানে 
আছতে আছতে সব জমি বিলিন হয়ে গেল ।
দাদা সুন্দর স্বাস্থ্যের অধিকারী ছিলেন ।
সেই সুন্দর স্বাস্থ্য ভেঙ্গে, অসুস্থ হয়ে, পাগল হয়ে, 
একদিন মারাগেলেন । 

আর পাশের বাড়ির আরেক দাদা ছিলেন  । 
তিনি লোক তেমন ভালছিলেন না  । 
মানুষ ঠকানো ছিল তার প্রধান কাজ  । 

তিনি এক বউ রেখে আরেক বউ বিয়ে করে আনলেন । 
ঘরে চারটা সন্তান রেখে ,আরও চার সন্তান নিলেন । 
জমি পঞ্চাশ বিঘা থেকে একশ বিঘা করলেন । 
তিনি দেখতে  কালো চিকল ছিলেন । 
এখন তিনি দুন্দর  স্বাস্থ্যের অধিকারী ।

পৃথিবীতে ভাল মানুষেরা ভাল থাকে না 
খারাপ মানুষেরা খুব বেশী ভাল থাকে ।

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

কোরান শিখতে মসজিদে এসে মসজিদের ইমামের কাছে নাবালিকা মেয়েটি ধর্ষিতহল লাইভ ভিডিওতে দেখুন ।

আমার সারা জীবন মুল্লা মুন্সীদের সম্মান করে আসছি আরা তারা আমারদের সেই দুর্বলতার সুজুগে আমাদের বোন বগিনি কে তাদের কাছে ইসলামী শিক্ষা দেয়ার জন্য আমরা মসজিদ মাদ্রাসায় দেই এর সেই সোজুগে মুল্লারা আমাদের মেয়েদের এভাবে ধর্ষণ করে তাদের অকালে জীবন নষ্ট করে । তাই এদের থেকে সাবধান ।

রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

বুকের মাঝে আগুন জ্বলে

বুকের মাঝে আগুন জ্বলে
উত্তপ্ত বেদনার অভিশপ্ত আগুন ।
আগুন জ্বলে আসছে হাজার বছর ধরে ।
আগুন  জ্বলবে হয়ত আরো কয়েক হাজার বছর ।
পৃথিবীতে জন্ম হয়েছিল বিষাক্ত বেদনার অগ্নি কুণ্ডলী হাতেনিয়ে ।
আর তার দহনে হয়ত
সারা জীবন জ্বলতে , জ্বলতে মরতে , মরতে মরেযাব কোন একদিন ।

বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

সুখের তরী

ভালবাসার ডিঙ্গি নৌকায় যখন দিয়েছি পাড়া 
তখন থেকে সব হারিয়ে ভিটা মাটি ছাড়া 
একূল ওকুল সব কূল হারিয়ে ব্যাকুল হয়ে পড়েছি 
তোমার প্রেমেরনামে বাজীধরে পথের ফকীর হয়েছি
পথের পথিক হয়ে এখন আমি বাউন্ডূলে 
সুখের তরী হারিয়ে মরি জানি না কোন ভুলে ।

মাজে মাজে মনচায়

মাজে মাজে মনচায় পৃথিবীরর সবসাদ তুচ্ছকরে
গুচ্ছ গুচ্ছ ফুলের তোড়ার মত মৃত্যুর সাদ গ্রহন করতে।

সুখের সাগরে ডুব দেইনি কোন দিন তবে দুখের সাগরে ডুব দিয়েছি

সুখের সাগরে ডুব দেইনি কোন দিন 
তবে দুখের সাগরে ডুব দিয়েছি 
তোমার ভালবাসা পাইনি কোন দিন 
তবে তোমায় ভালবেসে চলেছি ।

ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।

তোমাকে সারা জীবন ভালবাসলাম 
কিন্তু হারানোর ভয়ে বলতে পারিনি কোনদিন ভালবাসি । 
গত কাল পথের মোড়ে তোমার সাথে দেখা হওয়ার পর যখন বললে আগামি কাল তোমার বিয়ে। 
বর ইতালি প্রবাসি।
বিয়ের পর হানিমুনে যাচ্ছ সিঙ্গাপুর । 
তখন আমার পৃথিবী ধ্বংস হয়েগেল ।
পায়ের পাতার মাটি সরেগেল ।
আলোয় ভরা দুপুরে অন্ধকার নেমেএলো ।
যাকে সারাজীবন ভালবাসলাম
অথচ ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

দীর্ঘ বারটা বছর ভালবেসে

দীর্ঘ বারটা বছর ভালবেসে 
আজো বুঝতে পারলাম না ভালবাসা কি ? 
চিন্তে পারলামনা তার রূপ । 
ভালবাসা কি আকাশের মত ? 
যারকোন সীমানেই । 
ভালবাসা কি মহাবিশ্বের শূন্যতার মত ?
যা সারা জীবন পূর্ণ করলেও রয়ে যায় আরও বিশাল অপূর্ণ।
ভালবাসা এত অসীম কেন ?
ভালবাসা এত জটিল কেন ?
ভালবাসা এত সহজ কেন ?
ভালবাসা এত সুন্দর কেন ?
ভালবাসা কি ?
বারটা বছর ভালবেসে আজ আমার বড় জানতে ইচ্ছা করছে ভালবাসা কারে কয় ?

বলার আগেই শেষ

তোমাকে সারা জীবন ভালবাসলাম 
কিন্তু হারানোর ভয়ে বলতে পারিনি কোনদিন ভালবাসি । 
গত কাল পথের মোড়ে তোমার সাথে দেখা হওয়ার পর যখন বললে আগামি কাল তোমার বিয়ে। 
বর ইতালি প্রবাসি।
বিয়ের পর হানিমুনে যাচ্ছ সিঙ্গাপুর । 
তখন আমার পৃথিবী ধ্বংস হয়েগেল ।
পায়ের পাতার মাটি সরেগেল ।
আলোয় ভরা দুপুরে অন্ধকার নেমেএলো ।
যাকে সারাজীবন ভালবাসলাম
অথচ ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

হেমলকের বিষ পান করে মরে যেতে চাই ।

জানি তোমার ছোঁয়ায় কাঁটা তারের বেড়ি বাঁধ আছে 
হেমলকের বিষ আছে। 
তবু তোমায় কাঁটা তারের বাঁধ ডিঙ্গিয়ে ছোঁয়ে 
হেমলকের বিষ পান করে মরে যেতে চাই ।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

তুমি আমার জান ।

তোমায় দিয়েছি ভালবাসা, 
তোমায় দিয়েছি প্রান । 
তুমি আমার জানরে সোনা , 
তুমি আমার জান ।

কত হাজার বছর থেকে অপেক্ষা করছি

মানুষের হয়ত বেঁচে থাকাটাই সবচেয়ে বেশী অপরাধ 
বাঁচতে গেলে সমস্যা আসে 
অমাবস্যা আসে 
আসে রাত, কালো রাত 
কত হাজার বছর থেকে অপেক্ষা করছি 
দেখতে একটি সুন্দর প্রভাত ।

তুমি গান ভালবাসতে আর আমি কবিতা

জানিনা তুমি থাকবে কিনা 
তবে তোমার গাওয়া গান গুলি থাকবে আমার সাথে সারা জীবন । 
তুমি গান ভালবাসতে 
আর আমি কবিতা 
এই ছিল তোমার আমার তফাৎ আর কিছু নয় । 
হঠাৎ একদিন ভুরে ঘুমভেঙ্গে দেখি তুমি নাই
তোমার গায়েরওড়না আর তোমার গানের রেকর্ড গুলি একপাশে পড়ে আছে ।
আমি তোমার গায়ের ওড়না আর তোমার গাওয়া গানের রেকর্ড জড়িয়ে
সারা প্রহর, রাত্রি কেঁদে বুক ভাসিয়ে ছিলাম ।

তুমি ছলে গেছ তো কি হয়েছে

তুমি ছলে গেছ তো কি হয়েছে 
আমার ছোট্ট এক দুরারোগ্য ব্যাধি হয়েছে 
সেই ব্যাধিতে মরে যাব 
তবু তোমার অপেক্ষায় দিন কাটাব 
তোমার নামে চিঠি পাঠাব 
তোমায় ভালবেসে যাব ।

শনিবার, ৬ আগস্ট, ২০১৬

আগামিকাল উদিত হবে এক নতুন প্রভাত ।

এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে 
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে । 
আমি কি কারো সঙ্গ পেথে পারি ? 
আমি কি কারো বন্ধু হতে পারি ? 
আমি কি কারো প্রিয়জন হতে পারি? 
আমি কি কারো প্রেমিক হতে পারি?
আমি কি কারো পথের সাথী হতে পারি ?
আমি কি কারো হাতে হাত রেখে পথচলতে পারি ?
আমি কি কখনো সবুজ ঘাসের উপর কাউকে নিয়ে বসে কিংবা শুয়ে স্বপ্ন দেখতে পারি ?
আমি কি কারো কোমল মেহেদি মাখা সুন্দর হাতে চুমু খেতে পারি ?
আমি কি কাওকে মন, প্রাণ উজাড় করে ভালবাসতে পারি ?
কেউ দেবেকি আমায় এতটুকু অধিকার ?
আমি এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে ।
বড় একা আমি
বড় একলা একলা লাগছে আমার ।
কেউ না কেউ আস ধর আমার হাত
দেখ আগামিকাল উদিত হবে এক নতুন প্রভাত ।

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মানব জন্ম কি দিল ?

মানব জন্ম কি দিল ?
বুক ভরা বেদনা ছাড়া আর কিছুই দিলনা।
তাই এই মানব জন্ম নিয়ে আমার বড্ড হাসি পায় ।
মৃত্যুপর কি হব ? 
হয়ে যাব এক ইতিহাস ।
আর এ ইতিহাস কি হবে ?
একদিন শূন্যে মিলিয়ে যাবে ।
আর আমি একাকার থেকে একাকার হয়ে যাব ।
কেউ সঙ্গী হবেনা আমার ।
কাউকে পাবনা ।
এ জীবন ।
এ মরন ।
সব, সব শূন্য শূন্য শূন্য লাগে ।

রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আয় রে সোনা জান পাখি

ভালবাসার রঙ্গিন চাঁদরে ঢাকা রেশমি আদর দেব
লাল খামে তোমার নামে প্রেমের লাল চিঠি দেব
লাল গোলাপের পাপড়ি ভরা রঙ্গিন সুভাষ দেব
একখানা নীল আকাশ দেব
ভালবাসার সোনার তরী দেব
রজনী গন্ধা ফুল দেব
সন্ধ্যা তারা দেব
আলো দেব, ছায়া দেব, মায়া দেব
প্রজাপতি ডানার মত রঙ্গিন স্বপ্নদেব
হরিণের সুন্দর চোখের মত সুন্দর এক পৃথিবী দেব
রাখালের বাঁশির শুর দেব
মাঝির কণ্ঠের গান দেব
আমার প্রেমিক মাতাল প্রাণ দেব
আসমানের চাঁদ দেব
হৃদয় মাজে স্তান দেব
তবু আয়রে সোনা আয়
রুপকথার রাজ কুমার হব
রুপকথার রাজ রানী বানাব
আয় রে সোনা আয়
মরি হায় হায় ।
আয় রে সোনা জান পাখি
বুকের মাজে ধরে রাখি
শীতল করব মন ।
এই জীবনে তুই ছাড়া মোর আর কেউ নাইরে আপন জন ।

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

ধর্ষণ এর কারণ যদি নারীর পোশাক হয়

ধর্ষণ এর কারণ যদি নারীর পোশাক হয় ।তাহলে ইউরোপ অ্যামেরিকায় প্রায় নগ্ন নারীরা প্রথিদিন কয় বার ধর্ষিত হয় ?
আজ প্রায় পনের বছর পেরিয়ে গেলাম ইউরোপের মাটিতে । কত শত লক্ষ মেয়ে প্রথিদিন প্রায় উলঙ্গ হয়ে হাটে কিন্তু আজো একটা মেয়েকে ধর্ষিত হতে দেখিনি ,শুনিনি । 
কিন্তু বাংলাদেশে এই পনের বছরে শুনেছি, দেখেছি পনের হাজার নয় তারও বেশী, পাঁচ বছরের শিশু থেকে ,পঞ্চাশ বছরের বৃদ্ধাকে ধর্ষীত হতে ।
দেখেছি তাদের ছেড়া ফাঁড়া লাশ পদ্মার জলে ভাসতে, মেঘনার জলে ভাসতে, আনাচে কানাচে সব জায়গায় । তাদের অনেকের হিজাব পরাছিল তাদের অনেকের গায়ে বুর্কা পরাছিল।
তাহলে আমরা এখানে কি বুজবো ?
যে ধর্ষীত হয় এটা তার পোশাকের দোষ নাকি যে ধর্ষণ করে তার বিকৃত মন মানসিকতার দোষ । আপনারাই বিচার করেন ।

শেষ বিদায় ।

এই বেশ ভাল আছি
জীবনে যা কিছু পাই সব হারিয়ে যায়
জীবনে যা কিছু আসে সব চলে যায়
জীবনে যা ছিল পাশে, তা দূরে চলে যায়
জীবনে যা কিছু আপন সব পর হয়ে যায়
জিববে যা কিছু আখড়ে ধরে বাঁচতে ছেয়েছিলাম,
এঈ বেঁচে থাকার শেষ অবলম্বন আমাকে কিছু না বলে গত কাল চলে যায় ।
আমি এখন বাঁচব কি নিয়ে
আমি এখন থাকব কি নিয়ে
আমি বড় অসহায়
আমাকে দাও দাও সবাই শেষ...... বিদায় ।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

কেমন আছ তুমি?

কেমন আছ তুমি?
মনেহয় এই সুন্দর সকালে কোন প্রিয় মানুষের হাতে হাত রেখে বসেআছ। 
হয়ত ভাবছ তাকেনিয়ে দূরে কোথাও পালিয়ে যাবার কথা।
কিন্তু দেখ, হায় এই আমি, টায় দারিয়ে আজো তোমার অপেক্ষায় বসে আছি।
জানি হয়ত কোনদিন ফিরবেনা। 
তবু তোমার আশায় পথ চেয়ে থাকি সারা দিন।

এটা একান্ত আমার কষ্ট

অনেক কষ্ট আছে সবাইকে বলা যায়
কিন্তু গতকাল বিকেলে পাওয়া সব চেয়ে বিষাদময় কষ্ট কাউকে বলা যাবেনা । 
এটা একান্ত আমার কষ্ট । 
আমি সয়ে যাব নীরবে।
শুধু বুকের ভেতর বেদনার ভূমি কম্প তছ নছ করে দেবে আমার বুকের মাজে বেড়ে ওঠা সাত তলা বাড়ি, জলের দিঘি আর ফুলের বাগান ।

গভীর রাত অঝরে বৃষ্টি ঝরছে কোথাও কেউ নেই

গভীর রাত অঝরে বৃষ্টি ঝরছে কোথাও কেউ নেই। 
আজ কেন জানি বৃষ্টির আবছা আলোয় তোমার কোমল মুখ, মনে পড়ছে বার বার । 
কেমন আছ ? 
জেগে আছ ? 
নাকি ঘুমিয়ে পড়েছ ?

আজো খুজি শত মানুষের বিড়ে কিন্তু কোথাও পাইনা ।

জীবনের আটটি বসন্ত পার হবার পর , এক সকাল বেলায় একটি ছোট বালিকা আমার হাতে দুটি লাল গোলাপ দিয়ে বলেছিল এটা আপনার জন্য ।এইযে আড়ালে দাড়িয়ে আছেন উনি পাঠিয়েছেন । হত বিহ্বল আমি জানালার পাশদিয়ে থাকিয়ে দেখলাম। ভোরের আলোর মত সুন্দর সর্নকেশী একটা মেয়ে ভোরের মৃদু বাতাসে ওড়না দোলখাচ্ছে, আর সে আমার দিকে তার হরিণের মত সুন্দর বাকা চোখে চেয়ে বাকা হাসিদিয়ে কি যেন বলছে ।তার হাসিতে লেগে আছিল কি যেনএক মধুর মায়া। আমি তারদেয়া দুটি গোলাপ নিয়ে তার পিছু পিছু ছোটতে লাগলাম ।প্রথমে হেঁটে হেঁটে তার পর দৌড়ে দৌড়ে কিন্তু তাকে আমি ছুতে পারলাম না। সে কোথাও কোন এক পথের বাকে মিলিয়ে গেল । তাকে আমি আজো খুজি শত মানুষের বিড়ে কিন্তু কোথাও পাইনা ।

যখন মন ভাল থাকেনা তখন কি করা উচিৎ

যখন মন ভাল থাকেনা তখন কি করা উচিৎ 
গান শুনা ? 
নাকি সিগারেট পান করা ? 
নাকি নীরবে চলে যাওয়া, এই জগত সংসার ছেড়ে নীরব কোন জায়গায় 
যেখানে ফুল, প্রজাপতি আর ভ্রমর সারা দিন খেলা করে।
ঘুম ভাঙ্গে কোন সুরেলা কুকিলের মধুর সুরে ।

মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

কি আর লিখব

কি আর লিখব লিখতে গেলে হাত কেঁপে কেঁপে ওঠে
চোখের সামনে ভেসে আসে গুলশান হামলায় 
নিহত নিরহ মানুষের গলাকাঁটা লাশ . 
আর আমি কিছু লিখতে পারিনা । 
আর কি ঘুমাব আমি ঘুমাতে গেলে
সেই রাতের বিকট শব্দে বোমা আর গুলীর বিকট আওয়াজ কানে এসে আমার মনের সুন্দর পৃথিবী ধ্বংস করেদেয়
আর আমি ঘুমাতে পারিনা ।

তুমি হারিয়ে যাওয়ার পর

তুমি হারিয়ে যাওয়ার পর 
হারিয়ে গিয়েছে সব । 
এখন আর আমার কোন শৈশব নেই 
কোন কৈশোর নেই 
যৌবন নেই 
জীবন নেই
এমন কি মরনও নেই ।
যদি জীবন থাকত, তাহলে বেঁচে যেতাম
যদি যৌবন থাকত, যৌবন শক্তি পেতাম
যদি মরন থাকত, তাহলে তুমি চলে যাবার পর মরে যেতাম ।
সব হারিয়ে আজ আমি এখন এক বাউন্ডুলে
কোথাও টাই নেই আমার ঐ কূলে এই কূলে ।

বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

কোথায় যাই কি করি পাইনা কোন দিশা

কোথায় যাই কি করি পাইনা কোন দিশা । 
তুমি ফিরে আস 
ভালবাস 
মিটাও আমার তৃষা ।

গতকাল গভির রাতে

গতকাল গভির রাতে তোমার বান্ধবীর ফোনে যখন ঘুম ভেঙ্গে জেগে ওঠে শুনলাম ।
তুমি কিনিদারুণ বিষাদে ছট ফট করছ , 
আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, 
বিয়ের দিন থেকে একফুটা পানিও মুখে দাওনি 
আমাকে তুমি একটি মুহুর্ত ভুলতে পারছনা । 
এই কথা শুনে আমি কি করব বল ?
পাগল হব ?
নাকি আত্নহত্যা করব?
ভেবে পাচ্ছি না ।
আমি বড় কষ্টে আছি
সারা রাত চোখের জলে বেদনার নদীতে স্নান করেছি।
আমি বড় কষ্টে আছি, বড়......... কষ্টে আছি ।

তুমি হারিয়ে যাওয়ার পর

তুমি হারিয়ে যাওয়ার পর
হারিয়ে গিয়েছে সব ।
এখন আর আমার কোন শৈশব নেই
কোন কৈশোর নেই
যৌবন নেই
জীবন নেই
এমন কি মরনও নেই ।
যদি জীবন থাকত,  তাহলে বেঁচে যেতাম  
যদি যৌবন থাকত, যৌবন শক্তি পেতাম
যদি মরন থাকত, তাহলে তুমি চলে যাবার পর মরে যেতাম ।
সব হারিয়ে আজ আমি এখন এক বাউন্ডুলে
কোথাও টাই নেই আমার ঐ কূলে এই কূলে ।

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

আমি বড় কষ্টে আছি

গত কাল গভির রাতে তোমার বান্ধবীর ফোনে যখন ঘুম ভেঙ্গে জেগে ওঠে শুনলাম ।
তুমি কিনিদারুণ বিষাদে ছট ফট করছ , 
আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, 
বিয়ের দিন থেকে একফুটা পানিও মুখে দাওনি 
আমাকে তুমি একটি মুহুর্ত ভুলতে পারছনা । 
এই কথা শুনে আমি কি করব বল ?
পাগল হব ?
নাকি আত্নহত্যা করব?
ভেবে পাচ্ছি না ।
আমি বড় কষ্টে আছি
সারা রাত চোখের জলে বেদনার নদীতে স্নান করেছি।
আমি বড় কষ্টে আছি, বড়......... কষ্টে আছি ।

বুধবার, ২২ জুন, ২০১৬

আবার আকাশে অন্ধকার নেমে এসেছে

আবার আকাশে অন্ধকার নেমে এসেছে
এ অন্ধকার বড় ঘাড়নীল
এই নীল অন্ধকার আমার
জীবনকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ।
আমি শেষ হয়ে যাচ্ছি ।
বেদনার নীল সাগরে ডুবে যাচ্ছি
আর নীল সাগরের নীল তিমি
আমায় ছিড়ে ফেড়ে খেয়েফেলছে
আমি আস্তে আস্তে শেষ,থেকে নিঃশেষ হয়েযাচ্ছি ।

বুধবার, ১৫ জুন, ২০১৬

চমকে ওঠি আমি

চমকে ওঠি আমি
থমকে দাড়ায় সকাল
ধমকে ওঠে হাওয়া
যখন শুনি তোমাকে হবে না পাওয়া ।
জীবনে চিল একটাই চাওয়া
তোমার হাতে হাত রেখে কোথাও হারিয়ে যাওয়া
হারিয়ে গেলে তুমি তার সাথে
জার সাথে তোমার পিতা দিল বিয়ে
তুমি হারা আজ একা আমি বল বাঁচি কি নিয়ে ।

অপেক্ষা

অপেক্ষা
আমাকে জীবনে একবার একজন ভালবেসেছিল । 
তার ভালবাসায় আমি যখন দিশেহারা ।
তখন সে আমায় চিরতরে দিশেহারা বানীয়ে
সেই যে চলে গেল আর এল না ।
আমি তার অপেক্ষায় অপেক্ষায়
প্রহর গুনতে গুনতে
দিন ,সপ্তাহ ,মাস , বছর, জুগ , মহাজুগ, কাল, মহাকাল
সকাল, বিকাল, সন্ধ্যা,বিনিদ্র রাত কেঁদেছি ।
কেঁদে কেঁদে চোখের নদী শুকাল ।
পথ চেয়ে থাকতে থাকতে চোখের আলো ফুরাল ।
বুকে বেদনার বাদ ভাঙল ।
বিষাদের জুয়ার এলো ।
ভাসিয়ে নিয়েগেল
ঘর, দোয়ার , জানালা ।
আমি এখন বিষণ একেলা ।
হারিয়ে সব, নিরব
টায় দাড়িয়ে তোমার অপেক্ষায়।
ওই দূরে, বট গাছের মাথায় মাছরাঙ্গা পাখি
তার সঙ্গীনিকে সঙ্গেকরে এসে
বাসা বেঁধে ,ফুটিয়ে বাচ্চা নিয়ে, উড়ে চলেগেল।
আমার একমাত্র সঙ্গী বটগাছটাও দিরে দিরে পাতা ঝরে, মরতে লাগল ।
আমিয় আছতে আছতে ঝরে, ঝরে ক্ষয়ে ,ক্ষয়ে বয়ে যাব
বিরহের নদী ,
তারপর সাগর , কাল, মহাকাল ।
আর আসব না ।
তুমিও যেমন আর ফিরে আসনি ।
আমিও আর কোন দিন ফিরে আসবনা
চলেযাব নাফেরার দেশে।
হেসে হেসে, শুধু তোমায় ভালবেসে ।

রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ভালবাসি, ভালবাসি, ভালবাসি

ভালবাসার লাল গোলাপ হাতে 
নতজানু হয়ে তোমার পায়ে পড়ে
যখন বলেছিলাম ভালবাসি ।
তখন তুমি কঠিন মুখে বলেছিলে ঘৃণা করি ।
আঙ্গুল কলম বানিয়ে
হৃদয়ের রক্তকে কালি বানিয়ে
যখন পত্র লিখেছিলাম,ভালবাসি
তখনো বললে ঘৃণা করি ।
মাটিতে শুয়ে প্রতীবাদ করেবলে ছিলাম
আকাশ নীলা তুমি যেওনা ঐ যুবকের সাথে ।
তুমি পাথর ভাঙ্গার মত আমার
হৃদয় ভেঙ্গে চলে গেলে বুকের উপর দিয়ে ।
আজ কুঁড়ি বছর পর
দেখলাম বসে আছ দাওয়ায়
এল মেল চুল , কি এক গভীর চিন্তায় মগ্ন ।
তোমার পাসে এসে দাঁড়ালাম
নির্ধিদায় বললাম আমার সাথে চল ।
তখন তুমি চোখ বড় করে কপালে তুলে
একটু মিষ্টি হেসে বললে
তুমি এখনো আমায় ভালবাস ?
আমি বললাম যে ভালবাসে
সে আজীবন ভালবাসে
ভালবাসা কি কুঁড়ি বছরের ব্যাবধানে ফুঁড়িয়ে যায় ?
তখন শুধু অবাক নয়নে আমার পানে থাকিয়ে বলেছিলে
তুমি তাড়াতাড়ি চলে যাও
ও চলে আসবে ।
আমি চলে আসি
চোখের জলে বাসি
বলে আসি ভালবাসি, ভালবাসি, ভালবাসি ।

তনু হত্যা বিচার নিয়ে এই প্রভাসি ভাই এর ৭ মিনিটের লাইভ ভিডিও বার্তা শুন...

বুধবার, ২ মার্চ, ২০১৬

ধর্ম

       ধর্ম 

ধর্মের নামে কবে বন্ধ হবে হত্যা
ধর্মের নামে কবে বন্ধ হবে ধর্ষণ
ধর্মের নামে কবে বন্ধ হবে ফতুয়া
ধর্মের নামে কবে বন্ধ হবে ধর্মানুভুতি
ধর্মের নামে কবে বন্ধ হবে জিহাদ
ধর্মের নামে কবে বন্ধ হবে জঙ্গিবাদ
ধর্মের নামে কবে বন্ধ হবে মানুষের প্রথি মানুষের দন্ধ
ধর্মের নামে কবে বন্ধ হবে অন্ধকার
ধর্মের নামে কবে বন্ধ হবে অত্যাচার
ধর্মের নামে কবে বন্ধ হবে অনাচার
ধর্মের নামে কবে বন্ধ হবে অবিচার
ধর্মের নামে কবে বন্ধ হবে কেড়ে নেয়া মত প্রকাশের অধিকার
ধর্মের নামে কবে বন্ধ হবে অমানবিকতা
ধর্মের নামে কবে বন্ধ হবে ছুড়ে ফেলা মানবতা
ধর্মের নামে কবে বন্ধ হবে  কেড়ে নেয়া স্বাধীনতা
ধর্মের নামে কবে বন্ধ হবে বোমা বাজি জতাততা

সারা দিন কান্না পায় ।



সারা দিন কান্না পায় । 


জানি না তুমি কেমন আছ
তবে আমি বুকে হাত রেখে শপথ করে বলতে পারি বারাংবার
তুমি চলে যাবার পরথেকে
একদিনও আমি ভাল নেই
আমার মন ভালো নেই ।

আমি কোন দিন ভাল ছিলাম না
আমার ভালো থাকার কোন পথ নেই
কোন দিন ভাল থাকবনা
আমার কোন দিন ভালো থাকার এতো টুকু আশ্বাস নেই
আমার কোন দিন ভালো থাকারএতো টুকু বিশ্বাস নেই
আমি পারবনা ভালো থাকতে কোন দিন ।

আমাকে মনে রেখ
আমাকে ভুলে যেওনা
আমাকে ফেলে দিও না
আমাকে ছেড়ে চলে যেওনা বহুদূর ।

আমাকে মনে করে বারান্দায় বসে যদি ফেল এক ফুটা চুখের জল
জানালার পাসে দেখবে দাড়িয়ে এক প্রেমিক পাগল ।
এই পাগল সারা জীবন তোমার জন্য পাগল ছিল পাগল থাকবে
যদি ডাক দাও হাত বাড়িয়ে
সে আসবে বুক বাড়িয়ে
যদি তুমি ফুল দাও
দেবে হৃদপিণ্ড খুলে
যদি মন দাও জীবন দেবে তোমার হাতে তুলে ।

আমি তোমারি
আমি তোমার
তুমি ছাড়া ভাবিনা কিছু আর
গহীন সাগরে তুমি আমার একখানা তরী
তুমিছাড়া বলবাচি কি করি
কি করি হায়
সারা দিন কান্না পায়
ছন্যছাড়া হয়েগুরি তোমার লাগি
কোথায় আছ তুমি
কোথায় গেছ তুমি
হয়েছি তোমার প্রেমের বিবাগি ।

রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচব না

প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচব না।


প্রিয়তমা আমি তোমাকে ছাড়া বাঁচবনা
তোমার লাল ঠোট গোলাপের পাপড়ির মত ।
কাল পাজামা
সবুজ কামিজ
তোমার ঐ সুন্দর নাটোরের বনলতা সেনের মত
পাখির নীড়ের মত চোখ ।
আমি ...আমি এক মুহুর্তের জন্য ভুলতে পারিনা ।

আমি মরে যাব প্রিয়তমা
এই তোমায় কথা দিলাম
তুমি যদি ফিরে না আস ।
আমি মরে যাব ।

আমার হাতে বিষের পেয়ালা
আকাশ ভেঙ্গে পড়েছে মাথায়
ঘুম নেই চোখের পাতায়
মাটি নেই পায়ের পাতায় ।

তুমি চলে যাওয়ার প্রথম প্রহর থেকে
আমার বাগানের সব ফুল ঝরে গেছে
কৃষ্ণচুরা বৃক্ষ
সাধের ময়না পাখি
প্রজাপতি সব মরে গেছে ।
আমিও মরে যাব ।

তুমি নাই তো কিছু নাই
কেউ নাই ।
সব শুন্য ...... শুন্য লাগে ।

বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬


ভীষণ একলা লাগছে

 ভীষণ একলা লাগছে


ভীষণ একলা লাগছে আজ 
খুব খারাপ সময় যাচ্ছে তোমাকে ছাড়া ।

সকাল গড়িয়ে দুপুরে নামল অঝর বৃষ্টি। 
রিমঝিম রিমঝিম রিমঝিম ।

মনে আছে তোমার ? 
এরখম এক দুপুরে তুমি আর আমি 
গা ভাসিয়েছিলাম, বৃষ্টি জলে । 

সে কথা এখনো মনেহলে 
নাকে ভেসে আসে তোমার নরম শরীরের গরম ঘ্রাণ । 

তোমার কামিজ ভিজে পাজামার সাথে লেগে গিয়েছিল 
আমি অবাক নয়নে তোমার পাণে থাকাতে 
তুমি কি দারুণ মিষ্টি হেসেছিলে । 

তোমার  সে হাসি এখনো আমার দু চোখের পলকে লেগেয়াছে । 

চোখের পাথা বুজলেই তোমাকে দেখি 
তুমি হাসছ 
গাইছ 
খেলা করছ আমার বুকের পরে । 

কি এক অন্ধকার কেড়েনিল তোমায় 
আমার বুকের খুলাজানালা  থেকে ।

খুলা জানালা, এখনো খুলেবসে আছি তোমার জন্য । 
কিন্তু তুমি কোথায়? 
হায়, কোথায় হারালে ? তুমি কি  আর কোনদিন আসবেনা ? 

যদি কোনদিন আস পুর্ণীমার চাঁদের সাথে ।
পা, রাখ আমার আঙ্গিনায় ।
আর তার আগে যদি আমি পরপারে যাইচলে 
তাহলে আমার সমাধি, বাধি রাখিও তোমার শাড়ির আচলে 
সেই আঁচল ধরে আমি ফুল হয়ে ফুটে 
সারা জীবন তোমায় চড়াব মধুর সুভাষ । 

x