মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

জীবন । 

জীবন ? 


কিছু কিছু মানুষের জীবন কষ্ট দিয়ে শুরু হয়,

কষ্ট পেয়ে শেষ হয়ে যায় । 

আবার কিছু কিছু মানুষের জীবন সুখ দিয়ে শুরু হয় 

সুখের মাঝেই শেষ হয়ে যায় । 


আবার কিছু কিছু মানুষের জীবন কষ্ট দিয়ে শুরু হয় 

সুখ দিয়ে শেষ হয়ে যায় । 

আবার কিছু কিছু মানুষের জীবন 

সুখ দিয়ে শুরু হয় 

আবার কষ্ট পেয়ে শেষ হয়ে যায়। 


এইত জীবন । এর মানে । 

আসা যাওয়া পথের মাঝে খানিক সময় খেলা । 

দুঃখ সুখের জীবন মেলায়,হারিয়ে যাওয়া বেলা ।

ভালবাসা 

অমাবস্যার এক গভীর রাতে,তুমি আমার বুকে চুমু খেয়ে,

কোলে মাথা রেখে,বলেছিলে ভালবাসি । 

সে রাত পরিপূর্ণ হয়ে উঠেছিল চন্দ্রিমায় । 

গগনে জেগে উঠেছিল শত সহস্ত্র তারা, মিটি মিটি হাসি । 


আকাশে,বাতাসে,

সাগরে,পাতালে প্রতিদ্ধনী উঠেছিল 

ভালবাসি,ভালবাসি,ভালবাসি । 


ভালবাসা এক অমূল্য সম্পদ । 

ভালবাসা এক রাত জাগা হলুদিয়া পাখি । 

সে সময় অসময় করে কোকিলের মতো ডাকাডাকি । 

ভালোবাসা এক জীবন,মরণ খেলা । 

কখনো হাসায়,কখনো ভাসায় দুঃখের বেলা ।

প্রিয় বন্ধু 

প্রিয় বন্ধু লিটন দাসনেই । 

মনে পড়ছে বারবার তার কথা, 

তাকে নিয়ে প্যারিসের অলিগলিতে,দিনরাত্রি 

কত ঘোরাফেরা, 

কত হাসি, গান । 

আজ বিকেলবেলা পাপ্পু, প্যারিস থেকে আসছে । 

যাব তার সাথে সমুদ্র স্নানে। 

স্পেনের একটি শহর । 

সান সেবাস্তিয়ান,ধনস্তিয়া । 

দূর সমুদ্রের বেলাভূমিতে ভাসাব গা। 

কিন্তু তুই হীন বন্ধু 

বুকের বা পাশ, খালিই রয়েযাবে । 

যেখানে থাকিস,ভাল থাকিস বন্ধু ।

মানবতা । 

আমি মরুতে সাজাবো ফুলবাগান 

পাষাণের বুকেতে জাগাবো প্রেমের তুফান। 

আমি প্রচন্ড শীতে হব উষ্ণ 

আমি প্রচন্ড প্রেমে হব কৃষ্ণ 

আমি প্রচন্ড খরায় হব বৃষ্টি । 

সারা পৃথিবীতে করবো ভালোবাসার সৃষ্টি। 

যে ভালবাসায় দূর হয়ে যায় 

মানুষের মনে,লুকানো সব হিংস্রতা 

পৃথিবীতে জয়ীহয় মানবতা ।