শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

ও কালো মেয়ে বলো না তুমি হবে কি আমার বধু ।


কালো বলে কেউ , কাউকে করো না অবহেলা
কালো মেয়ের কালো চুলে ভাসে মেঘের ভেলা
কালো মেয়ের কালো চোখে আছে চান্দের আলো 
কালো কালো বলে লোকে সেইতো জগৎ ভালো
কাল মেয়ের রাঙ্গা ঠোঁটে আছে ফুলের মধু
ও কালো মেয়ে বলো না তুমি হবে কি আমার বধু
কালো মেয়ের গভীর চাহনি কেড়ে নিল প্রাণ
ভাই বুকে মারে টান
প্রেমের জ্বালায় জ্বলিয়া হৃদয় করে আনচান ।
কালো মেয়ের কালো ভেজা চুলে গুছিয়ে দেব ফুল ।
কানে দেব দুল
গলায় পরাবো ফুলের মালা
সে হোক না যতই কালা
কালো মেয়ের রঙ্গিন জামায় ঢাকা উত্তাল যৌবন জ্বালা
কালো মেয়ের কালো গভীর সাগরে ওঠেছে ভাই ঢেউ
খালি পড়ে রইল সাগর সাঁতার কাটল না কেউ ।

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

গভীর রাতের কবিতা ।

গভীর রাতের কবিতা

তুমি চলে যাবার পর আমার ভীষণ একলা লাগে
তোমার কাঁধে হাত রেখে অভ্যেস হয়ে গেছিল তাই
এখন যতবার শূন্যে হাত উঠাই তোমাকে মনে পড়ে ।
এখন আমার পাশে আমার চিরচেনা বিড়াল ,
টেবিল, বসার চেয়ার ছাড়া আর কিচ্ছু নাই ।
তাই মাঝে মাঝে ওদেরকে অনেক আপন মনে হয় ।
টেবিলে মাথা রেখে তোমার কথা মনে করে সারা রাত পার করে দেই চোখের জলে বুক ভাসিয়ে ।
যখন ভোরের সূর্য পশ্চিম আকাশে উদিত হয়
তখন মনে হয় যেন বেঁচে আছি ।
আমি ভেবে পাইনা বেঁচে থাকাটা কি আমার খুব জরুরী?
আমি কেন বেঁচে আছি এখনো ?
আমার যে আর এতোটুকু ইচ্ছে করছে না বেঁচে থাকার একা একা।
মহাবিশ্ব্ শূন্যতা পছন্দ করে না তাই পদার্থের সাথে পদার্থের সংঘর্ষের ফলে বিগ ব্যাং, তারপর এই মহা বিশ্বের সৃষ্টি করেছে ।
এই মহাবিশ্বের সৃষ্টির পর
মহাবিশ্বকে সযত্নে সাজিয়ে প্রকৃতি পরম আনন্দে করছে বসবাস।
আর এই পৃথিবী নামক গ্রহের ছোট্ট একটি ঘরের একখানা বাঙা দরজা , জানালা, টেবিল-চেয়ার পানির পেয়ালাতে চুমুক দিয়ে আর কত দিন একা একা শূন্যতায় নিজের দৃষ্টি বিলাবো ।
আমি কখনো কি চুমু খেতে পারব না
নারীর লাল গোলাপের মতো রাঙা ঠোঁটে
তার ভালোবাসার চাহনি ভরা হরিণ চক্ষে,
নিতে পারবো নাকি গভীর নিঃশ্বাস তার তাজা গোলাপের গন্ধে ভরা বুকে। তার গোলাপের গন্ধ ভরা বুকে একটি গভীর নিঃশ্বাস নিয়ে যদি বিষের পেয়ালায় চুমুক দিয়ে এই পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করি, তবেই আমার মানব জনম সার্থক।
কিন্তু কে সে,?
সে কোন মানবী?
এসে তার বক্ষ দুয়ার খুলে হেলিয়ে আমার চোখের সামনে ধরে বলবে এসো চুমু খাও ইচ্ছে মত আর গভীর নিঃশ্বাসে আমাকে তোমার ভিতর নিয়ে নাও।
আমি ঘুমোইনি আমি ঘুমোতে চাই অনন্ত সুখে হাজার, হাজার বছর ..........