শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

দুঃখটা আমার রয়েই গেল ।

 দুঃখটা আমার রয়েই গেল 

বুকের খুব গভীরে 

কৃষ্ণগহ্বরের মত গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে 

তার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি 

শেষ হয়ে যাচ্ছে জীবনের সব লেনদেন । 

এই ছোট্ট জীবনে সুখের ছোঁয়া কোনদিন পেলাম না । 

দুঃখের বোঝা মাথায় নিয়ে হাটতে হাটতে আমি ক্লান্ত ।

আর কোথায় যাবো ? 

কোথায় গেলে সুখ পাব ? 

হয়তো এই পৃথিবীতে কিছু মানুষ আসে  

দুখের সাগরে বিলীন হয়ে যেতে । 

আমিও বিলীন হয়ে যাব চিরতরে 

আসবো না আর কোন দিন ফিরে এই ধরণীর তীরে । 

জানি তাতে কিছু যায় আসে না কারো 

তবুও লিখে যাব তাহাদের তরে । 

যারা আমার মত ঝরে পড়ে গেছে অঝোরে । 

যাদের থ্রি ডাইমেনশনের এই মহাবিশ্বে 

তিনকূলে কেউ নেই । 

যারা হয়নি কোনদিন কারো ভালোবাসার মানুষ । 

জুটেছে কেবল অবহেলা । 

যাদের মায়া-মমতা হীন কেটেছে ছেলেবেলা।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

প্রেমের ইতিহাস ।

 প্রথম দিনের সূর্য 

যখন নেমে আসে পশ্চিম আকাশে 

কপোত-কপোতীরে জড়িয়ে ধরে ভালোবেসে ।

হৃদয়ের এই মধুর খেলা 

থামে না কভু নেমে আসে সন্ধ্যা 

কেটে যায় বেলা । 

সন্ধ্যার আকাশে কালো মেঘ 

বৃষ্টির মত ঝরে পড়ে অঝোরে ভালবাসার মধুর আবেশ ।

সৃষ্টি করে এক গভীর প্রেমের ইতিহাস 

তার সাক্ষী তাকে চন্দ্র-সূর্য আকাশ,বাতাস । 

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

কাদম্বরীর সুইসাইড

 

রবীন্দ্রনাথের নতুন বৌঠান কাদম্বরী দেবীকে নিয়ে লেখা আমার একটি স্বরচিত কবিতা কাদম্বরীর সুইসাইড

——আলমগীর হুসাইন । 

একটিমাত্র হৃদয় তাতে বিদলো হাজার তীরের ফলা 

একে একে হয়ে গেল সব শেষ 

হলো না পথ চলা ।

তোমার পথ মিলিয়ে গেল দিক দিগন্তে 

আর আমি হারিয়ে গেলাম অনন্তে  ।

আর আসবো না তোমার দ্বারপ্রান্তে 

দেখা হবে না পথ প্রান্তে  । 

আশার আলো হয়ে গেল সব ফ্যাকাশে 

জানি তবুও উদিত হবে সূর্য , পূর্ব আকাশে  

অস্ত যাবে সন্ধ্যায় । 

ছেয়ে যাবে আকাশ তারায় তারায় 

আমি মিলিয়ে যাব সেথায় । 

যদি কোনদিন কেউ ভালোবাসো আমায় 

খুঁজে নিয় সেথায়  । 

তাই বুকভরা ব্যথায় ক্ষতবিক্ষত হয়ে  

সূর্যের মতো এক জ্বলন্ত হৃদয় নিয়ে 

চলে গেলাম অনন্ত ধূসর জগতে । 

ফিরে আসবো না আর কারো পথের কাঁটা হতে ।