শুক্রবার, ২২ মে, ২০১৫

কি আর লিখবো আমি বাক হারা

কি আর লিখবো আমি বাক হারা
কি আর লিখবো আমি বাক হারা
যখন দেখি বাংলাদেশের আকাশ থেকে ঝরেপড়ছে সকল উজ্জল তারা ।
ওরা কেন বুজেনা
তারারা ঝরে গেলে রাগকরে রবি আর আলদেবে না
বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে
আর আলো দেখবেনা বাংলাদেশ ।
অন্ধকারে নিমজ্জিত তাকবে ততদিন
যতদিন পর্জন্ত আবার ফিরে না আসবে
অভিজিৎ, অনন্ত, অয়াশিক, রাজিব, হুমায়ূন আযাদেরা
বাংলার আকাশে বাতাশে
ততদিন পর্যন্ত দুরঘন্ধ ছড়াবে, সকল পথ দুর্গম হয়েযাবে
পাখীরা করুণশুরে গানগাইবে,
মাটি অভিশাপদিবে, বৃক্ষ অভিশাপদিবে
বাংলাদেশের সবুজের বিছানায় জেগে ওঠবে মরুভূমি ।
সেতায় বিরাট বিরাট ঊটের খুরের আঘাতে ছিন্নভিন্ন হবে বাংলার মাটি
আর তখনি, আর তখনি পুর্ব দিক আলোকিত করে আসবে
সেই সুর্জ সন্তানেরা , যাদেরকে প্রকাশ্যে হত্তাকরেছিল অন্ধকার থেকে ভূমিষ্ঠহওয়া কিছু পাপিষ্ঠ রা। সেই সুর্জ সন্তানদের পদদলিতে
সব আলোকিত হয়ে পুলকিত নয়নে ফুটিবে রঙ্গিন ফুল
নাচতে নাচতে বাঙ্গালীরা সকল ভেদাবেদ ভুলিয়া খাইবে সুখের দোল ।

সকল ব্লগার হত্যার সাথে সরকার এবং পুলিশ জড়িত

সকল ব্লগার হত্যার সাথে সরকার এবং পুলিশ জড়িত। সরকার ব্লগার হত্যা করছে ক্ষমতায় বেশীদিন টিকে থাকার জন্য ব্লগারদের হত্যাকরে দাড়ি টুপী ওলাদের খুশিকরছে সরকার ।দেখাচ্ছে তারা নাস্তিক সরকার না । কিন্তু জেনে রাখ সরকার পক্ষ খুবকম দাড়ি টুপী ওলারা তোমাদের ভোট দেয় ।আমার জীবনের প্রথম মূল্যবান ভোট টা তোমাদের দিয়েছিলাম ভাবছি আর কোনদিন তোমাদের ভোটদেবনা ।আর একে একে তোমাদের সবাই এভাবে ঘৃণাকরবে, কারণ মানুষ কোনদিন প্রথারককে ভালবাসে না ।

বাংলাদেশ এখন আর বাংলাদেশ না

বাংলাদেশ এখন আর বাংলাদেশ না । 
এখানে তাদেরি অধিকার সবচেয়েবেশী যারা শুকরবতস ।
এখানে তারাই মানুষ হত্যাকরে বুক ফুলীয়ে হাঁটে, যারা একমোট বিচ্ছুছাড়া কিছুনয় । 
বাংলাদেশ এখন মানুষের বসবাসের অজুগ্য একটাদেশ । এখন বাংলাদেশ আর বাংলাদেশ না। এখন বাংলাদেশ পাকিস্তান , এখন বাংলাদেশ আফগানিস্তান ,এখন বাংলাদেশ ইরাক ,এখন বাংলাদেশ স্বাধীন নয়, পরাধীন । বাংলাদেশের সরকার এখন মদিনা সনদে চলে । 
বাংলাদেশ এখন আর বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ না । 
বাংলাদেশ এখন বঙ্গবন্ধুর শত্রুদের স্বপ্নেরদেশ ।
এই দেশ এখন সম্পুর্ন পরিত্যাক্ত একটা দেশ ।
এখানে থাকবে কেবল ছাড়পোকারা ।

মানুষের রক্ত মাংস চুষে

মানুষের রক্ত মাংস চুষে নিয়ে ষাটলক্ষ্য টাকার গাড়িচড়ে বেড়ায় মন্ত্রি, এম পি রা । আর এদিকে দেশের মানুষ অনাহারে জীবন যাপন করতে না পেরে, জীবন বাঁচানোর সন্ধানে দিচ্ছে সাগর পাড়ি। মধ্যসাগরের বড় বড় ডেউ ,গভীর জল , প্রচণ্ড খিদার জালা, পানির পিপাশায় চোখ ঝাপসা হয়ে মৃত্যুর কোলে ডলেপড়ে মরছে দেশের মানুষ। আর মন্ত্রি এম পিদের বাহাদুরি দেখলে মনে হয় জেন এইদেশ তাদের বাপের সপম্পত্তি ।তারা কেন বুজে না এই অনাহারী মানুষের ভোটে তারা দেশের মন্ত্রি, এম পি হয়েছে । আজ দেশের মানুষ দালালের খপরে পড়ে প্রান দিচ্ছে মধ্য সাগরে । আর মন্ত্রি, এম পি রা তাদেখছে আর পেট ভরে ভাত খাচ্ছে । দেশে লক্ষ লক্ষ অনাহারী মানুষের ভাত কেড়েনিয়ে । জয় বাংলা ।

পৃথিবীর সকল নাস্তিক

যে বা যারা অনন্ত কে হত্যা করেছে তাদেরকে বলছি। তোমরা খুবী বোকা এবং মুর্খ তা নাহলে এই অসহায় নিরস্ত্র ব্লগারদের হত্যা করবে কেন ? তোমারা এক অনন্ত কে হত্যা করে কোটি অনন্তের জন্ম দিয়েছ । কারণ মানুষ বুজে এবং জানে অনন্তরা খারাপ না অনন্তরা শান্তশিষ্ট। আর যারা হত্যা করে, খুন, খারাপি করে তারাই পাপিষ্ঠ । তোমরা কয়জনকে হত্যা করবে ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র ফ্রান্সের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র ডেনমার্কের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র ব্রিটেনের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র কমিউনিস্ট চিনের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র যুক্তরাষ্ট্রের নাস্তিক দের ? আর কি বলব আর ত বাকি রয়েগেল সারা পৃথিবীর সকল নাস্তিক । কি করবে তোমারা কিছুই পারবেনা । যারা তোমাদের মত মাথামোটা জঙ্গি দের চিড়ে একশবার জুড়া দিবে , তাদের তোমারা কিছুই করতে পারবে না । আর শুধু পারবে নিরস্ত্র বাঙ্গালী ব্লগার দের বাল চিড়তে । শালা কুত্তার বাচ্ছা জঙ্গি রা ।

শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫

মত প্রকাশ যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধ আমিও করব শার্লি এবদোর সাথে আমিও আছি ।

মত প্রকাশ করার জন্য প্যরিসে শার্লি এবদোর প্রধান সম্পাদক এবং আটজন বিখ্যাত কার্টুনিস্ট ও দুই পুলিশ কর্মকরতাসহ  আরও পাঁচজনকে নির্মম ভাবে হত্যা করেছে আল কায়দার সদস্য দুইভাই সাইদ কোশী এবং শরিফ কোশী।  মত প্রকাশ যদি অপরাধহয় তাহলে সেই অপরাধ আমিওকরব শার্লি এবদোর সাথে আমিও আছি তাই শার্লি এবদোর কিছু ছবি প্রকাশ করলাম ।


Ayaan Hirsi Ali: Our Duty Is to Keep Charlie Hebdo Alive

The author of Infidel on the Paris massacre, memories of Theo Van Gogh, and why the Western media should reprint the Charlie Hebdo cartoons.

God, I thought yesterday, how could this possibly happen? Charlie Hebdo is not new to this. They had reprinted the cartoons of Muhammad from 2006. They were under police protection for a good long time. They moved from their offices to new offices. So my first thought was, how could this even happen? How could the entire staff of Charlie Hebdo be gone—murdered in cold blood?
And then came the memories. In Holland, when my friend Theo Van Gogh was killed just over 10 years ago, what followed—after the initial shock—was that a lot of people started saying that he was a provocateur, and that he had offended Muslims. For me, it was morally very clear. You were morally very confused if you thought that somebody who uses speech, who uses words, who uses the pen, should be killed for that; if you thought that the only way to have a dialogue is for one side to use words while the other side uses violence to make their point. Everyone out there who says, “Charlie Hebdo provoked,” is making the same fundamental error.
We do need to wake up to the fact that there is a movement—a very lethal movement, very cruel—that has a political vision about how the world should be organized and how society should live. And in order for them to realize their vision, they are willing to use any means. They are willing to use violence. They are willing to use terror.
Is this some kind of cult? Or are the principles of this cult embedded in Islam? I happen to think they are embedded in Islam. The only way peace-loving Muslims can get rid of this is by reforming their religion so that, for example, it can no longer provide justifications for murdering people deemed to be blasphemers. And while they go about reforming their religion, which will take some time, we who do not adhere to that religion need to defend our own values. Freedom of speech. Freedom of publication. And the rule of law.
You were morally very confused if you thought that somebody who uses speech, who uses words, who uses the pen, should be killed for that.
The questions going through my mind are: How on earth are there Kalashnikovs and rocket launchers in the heart of Paris? How did they get it in there? You think it’s only these three guys? There’s a whole network. There are a lot of people hiding weapons. When I was in Holland, this is the kind of thing people feared. The more we appease, the more we indulge, the more emboldened the enemies of freedom become.
The ball is now in the court of the media. If the press responds to this by not reprinting the cartoons, by not defending the principle that Charlie Hebdo was defending, then we have given in. Then they have won. Those three men yelled, “Allahu Akbar.” They yelled, “The Prophet is avenged. Charlie Hebdo is dead.” Our duty is to keep Charlie Hebdo alive. Our duty is to make sure that they realize that the Prophet is not avenged.
In 2006, when Jyllands-Posten in Denmark published the Muhammad cartoons, the mainstream media made the decision not to reprint those cartoons, to respect the sensibilities of Muslims and to avoid Muslim rage. This time it would be the biggest mistake for the Western press to repeat that—absolutely the biggest mistake.
Obviously, the first obligation of all liberal democratic governments is to enforce the rule of law. The French government will hunt these murderers down. It must also break up the networks that lie behind them. And it must make sure that the platform of debate where we can freely exchange ideas is safe and sound.
But the other thing that needs to be done is for us citizens to do. We need to stand up for free speech. This is who we are, these are our values. And yes, our values include tolerance of those who wish to make fun of religion. In the press, in the universities, in the schools, we have to make sure that Muslim immigrants who come to the West understand that our rules protect satirists from jihadists, and not the other way round.
I’ve seen today the images of the sea of faces in European capitals holding placards saying “I am Charlie Hebdo.” That is beautiful and it’s the perfect thing to do. Tomorrow they should hold placards of the cartoons Charlie Hebdo had printed. Asserting our right to free speech is the only to ensure that 12 people did not die in vain.
But the most important point I want to make is about what the press does now. When you’re all sitting in your editorial rooms and you’re reflecting on this, when you’re asking yourselves, “Should we reprint these cartoons or not? Should we print cartoons of the Prophet Muhammad? Should we use satire to depict these things?” Please ignore those voices saying, “Please let’s not provoke.”
I would urge everyone in the media to take a stand now. An entire magazine has been wiped out. If you think they won’t one day come for you, too, just because you abstained from mocking the Prophet, then you are gravely mistaken.
Ayaan Hirsi Ali is the founder of the AHA Foundation, a fellow at Harvard’s Kennedy School, and the author of Infidel (2007). Her latest book, Heretic: The Case for a Muslim Reformation, will be published in April by HarperCollins.
As Told to Will O’Connor.