বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

কোথায় যাই কি করি পাইনা কোন দিশা

কোথায় যাই কি করি পাইনা কোন দিশা । 
তুমি ফিরে আস 
ভালবাস 
মিটাও আমার তৃষা ।

গতকাল গভির রাতে

গতকাল গভির রাতে তোমার বান্ধবীর ফোনে যখন ঘুম ভেঙ্গে জেগে ওঠে শুনলাম ।
তুমি কিনিদারুণ বিষাদে ছট ফট করছ , 
আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, 
বিয়ের দিন থেকে একফুটা পানিও মুখে দাওনি 
আমাকে তুমি একটি মুহুর্ত ভুলতে পারছনা । 
এই কথা শুনে আমি কি করব বল ?
পাগল হব ?
নাকি আত্নহত্যা করব?
ভেবে পাচ্ছি না ।
আমি বড় কষ্টে আছি
সারা রাত চোখের জলে বেদনার নদীতে স্নান করেছি।
আমি বড় কষ্টে আছি, বড়......... কষ্টে আছি ।

তুমি হারিয়ে যাওয়ার পর

তুমি হারিয়ে যাওয়ার পর
হারিয়ে গিয়েছে সব ।
এখন আর আমার কোন শৈশব নেই
কোন কৈশোর নেই
যৌবন নেই
জীবন নেই
এমন কি মরনও নেই ।
যদি জীবন থাকত,  তাহলে বেঁচে যেতাম  
যদি যৌবন থাকত, যৌবন শক্তি পেতাম
যদি মরন থাকত, তাহলে তুমি চলে যাবার পর মরে যেতাম ।
সব হারিয়ে আজ আমি এখন এক বাউন্ডুলে
কোথাও টাই নেই আমার ঐ কূলে এই কূলে ।

মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

আমি বড় কষ্টে আছি

গত কাল গভির রাতে তোমার বান্ধবীর ফোনে যখন ঘুম ভেঙ্গে জেগে ওঠে শুনলাম ।
তুমি কিনিদারুণ বিষাদে ছট ফট করছ , 
আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, 
বিয়ের দিন থেকে একফুটা পানিও মুখে দাওনি 
আমাকে তুমি একটি মুহুর্ত ভুলতে পারছনা । 
এই কথা শুনে আমি কি করব বল ?
পাগল হব ?
নাকি আত্নহত্যা করব?
ভেবে পাচ্ছি না ।
আমি বড় কষ্টে আছি
সারা রাত চোখের জলে বেদনার নদীতে স্নান করেছি।
আমি বড় কষ্টে আছি, বড়......... কষ্টে আছি ।

বুধবার, ২২ জুন, ২০১৬

আবার আকাশে অন্ধকার নেমে এসেছে

আবার আকাশে অন্ধকার নেমে এসেছে
এ অন্ধকার বড় ঘাড়নীল
এই নীল অন্ধকার আমার
জীবনকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ।
আমি শেষ হয়ে যাচ্ছি ।
বেদনার নীল সাগরে ডুবে যাচ্ছি
আর নীল সাগরের নীল তিমি
আমায় ছিড়ে ফেড়ে খেয়েফেলছে
আমি আস্তে আস্তে শেষ,থেকে নিঃশেষ হয়েযাচ্ছি ।

বুধবার, ১৫ জুন, ২০১৬

চমকে ওঠি আমি

চমকে ওঠি আমি
থমকে দাড়ায় সকাল
ধমকে ওঠে হাওয়া
যখন শুনি তোমাকে হবে না পাওয়া ।
জীবনে চিল একটাই চাওয়া
তোমার হাতে হাত রেখে কোথাও হারিয়ে যাওয়া
হারিয়ে গেলে তুমি তার সাথে
জার সাথে তোমার পিতা দিল বিয়ে
তুমি হারা আজ একা আমি বল বাঁচি কি নিয়ে ।

অপেক্ষা

অপেক্ষা
আমাকে জীবনে একবার একজন ভালবেসেছিল । 
তার ভালবাসায় আমি যখন দিশেহারা ।
তখন সে আমায় চিরতরে দিশেহারা বানীয়ে
সেই যে চলে গেল আর এল না ।
আমি তার অপেক্ষায় অপেক্ষায়
প্রহর গুনতে গুনতে
দিন ,সপ্তাহ ,মাস , বছর, জুগ , মহাজুগ, কাল, মহাকাল
সকাল, বিকাল, সন্ধ্যা,বিনিদ্র রাত কেঁদেছি ।
কেঁদে কেঁদে চোখের নদী শুকাল ।
পথ চেয়ে থাকতে থাকতে চোখের আলো ফুরাল ।
বুকে বেদনার বাদ ভাঙল ।
বিষাদের জুয়ার এলো ।
ভাসিয়ে নিয়েগেল
ঘর, দোয়ার , জানালা ।
আমি এখন বিষণ একেলা ।
হারিয়ে সব, নিরব
টায় দাড়িয়ে তোমার অপেক্ষায়।
ওই দূরে, বট গাছের মাথায় মাছরাঙ্গা পাখি
তার সঙ্গীনিকে সঙ্গেকরে এসে
বাসা বেঁধে ,ফুটিয়ে বাচ্চা নিয়ে, উড়ে চলেগেল।
আমার একমাত্র সঙ্গী বটগাছটাও দিরে দিরে পাতা ঝরে, মরতে লাগল ।
আমিয় আছতে আছতে ঝরে, ঝরে ক্ষয়ে ,ক্ষয়ে বয়ে যাব
বিরহের নদী ,
তারপর সাগর , কাল, মহাকাল ।
আর আসব না ।
তুমিও যেমন আর ফিরে আসনি ।
আমিও আর কোন দিন ফিরে আসবনা
চলেযাব নাফেরার দেশে।
হেসে হেসে, শুধু তোমায় ভালবেসে ।