সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭

ঘোর ঘন অন্ধকার।

ঘোর ঘন অন্ধকার । 
চার দিকে এত আলো । 
তবু এক ফোটা আলো নেই। 
সব আলো তাদের ,যাদের জন্য 
জমা আছে ,পৃথিবীর সকল
অনাহারী মানুষের আহার।
আর আমাদের মত হত ভাগারা 
সারা জীবন অন্ধকারে ঠুকরে ঠুকরে মরে । 

তাতে পৃথিবীর কিচ্ছু যায় আসে না । 

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

অন্ধকার ।

কি আর লিখব
বুকের ভেতর কালো কালো ব্যথা টন টন করছে।
সারা নিশিত জেগে
তিমিরের সাথে মিশেথেকে
জীবনের সকল কস্টকে ভালবেসে
আলোর সন্ধানে দু"হাত বাড়াই
দু"হাতভরে ওঠে আসে মোঠ মোঠ অন্ধকার
আর অন্ধকার ।