বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

রক্ত 

আজ রাতে লেখব জীবনের সবচেয়ে দুঃখের কবিতা । 

যে দুঃখের কোন রং নেই 

আছে কেবল হৃদয় ভেদ করা কৃষ্ণগহ্বরের মত ছোট-বড় হাজার কোটি গর্ত 

আজ এই নিশিতে মনে পড়ছে তাকে ,

যাকে চিরজীবন ভালোবেসেছি অথচ তার মুখ কোনদিন দেখা হলো না একটিবার । 

আজ এই নিশিতে মনে পড়ছে সেই বুকছেড়া বিরহের গভীর রাতের কথা 

যে রাতে কোন তারা ছিল না আকাশে 

কালো অন্ধকারে ছেয়ে গিয়েছিল বসন্তের আকাশ 

যে রাতে মরে গিয়েছিল সেই আহত যুবক 

যার প্রেমিকার ছুড়ে মারা তীরের আঘাতে ঝরছিল লাল রক্ত অনর্গল 

সে যুবক কোনদিন সেই ক্ষত সারিয়ে তুলতে চায় নি 

সে যুবক কোনদিন ঝরতে থাকা রক্ত মুছেনি 

এটা তার প্রেমিকার শেষ দেয়া উপহার ভেবে।