বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

সুখের তরী

ভালবাসার ডিঙ্গি নৌকায় যখন দিয়েছি পাড়া 
তখন থেকে সব হারিয়ে ভিটা মাটি ছাড়া 
একূল ওকুল সব কূল হারিয়ে ব্যাকুল হয়ে পড়েছি 
তোমার প্রেমেরনামে বাজীধরে পথের ফকীর হয়েছি
পথের পথিক হয়ে এখন আমি বাউন্ডূলে 
সুখের তরী হারিয়ে মরি জানি না কোন ভুলে ।

মাজে মাজে মনচায়

মাজে মাজে মনচায় পৃথিবীরর সবসাদ তুচ্ছকরে
গুচ্ছ গুচ্ছ ফুলের তোড়ার মত মৃত্যুর সাদ গ্রহন করতে।

সুখের সাগরে ডুব দেইনি কোন দিন তবে দুখের সাগরে ডুব দিয়েছি

সুখের সাগরে ডুব দেইনি কোন দিন 
তবে দুখের সাগরে ডুব দিয়েছি 
তোমার ভালবাসা পাইনি কোন দিন 
তবে তোমায় ভালবেসে চলেছি ।

ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।

তোমাকে সারা জীবন ভালবাসলাম 
কিন্তু হারানোর ভয়ে বলতে পারিনি কোনদিন ভালবাসি । 
গত কাল পথের মোড়ে তোমার সাথে দেখা হওয়ার পর যখন বললে আগামি কাল তোমার বিয়ে। 
বর ইতালি প্রবাসি।
বিয়ের পর হানিমুনে যাচ্ছ সিঙ্গাপুর । 
তখন আমার পৃথিবী ধ্বংস হয়েগেল ।
পায়ের পাতার মাটি সরেগেল ।
আলোয় ভরা দুপুরে অন্ধকার নেমেএলো ।
যাকে সারাজীবন ভালবাসলাম
অথচ ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

দীর্ঘ বারটা বছর ভালবেসে

দীর্ঘ বারটা বছর ভালবেসে 
আজো বুঝতে পারলাম না ভালবাসা কি ? 
চিন্তে পারলামনা তার রূপ । 
ভালবাসা কি আকাশের মত ? 
যারকোন সীমানেই । 
ভালবাসা কি মহাবিশ্বের শূন্যতার মত ?
যা সারা জীবন পূর্ণ করলেও রয়ে যায় আরও বিশাল অপূর্ণ।
ভালবাসা এত অসীম কেন ?
ভালবাসা এত জটিল কেন ?
ভালবাসা এত সহজ কেন ?
ভালবাসা এত সুন্দর কেন ?
ভালবাসা কি ?
বারটা বছর ভালবেসে আজ আমার বড় জানতে ইচ্ছা করছে ভালবাসা কারে কয় ?

বলার আগেই শেষ

তোমাকে সারা জীবন ভালবাসলাম 
কিন্তু হারানোর ভয়ে বলতে পারিনি কোনদিন ভালবাসি । 
গত কাল পথের মোড়ে তোমার সাথে দেখা হওয়ার পর যখন বললে আগামি কাল তোমার বিয়ে। 
বর ইতালি প্রবাসি।
বিয়ের পর হানিমুনে যাচ্ছ সিঙ্গাপুর । 
তখন আমার পৃথিবী ধ্বংস হয়েগেল ।
পায়ের পাতার মাটি সরেগেল ।
আলোয় ভরা দুপুরে অন্ধকার নেমেএলো ।
যাকে সারাজীবন ভালবাসলাম
অথচ ভালবাসি বলার আগেই সবশেষ হয়েগেল।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬

হেমলকের বিষ পান করে মরে যেতে চাই ।

জানি তোমার ছোঁয়ায় কাঁটা তারের বেড়ি বাঁধ আছে 
হেমলকের বিষ আছে। 
তবু তোমায় কাঁটা তারের বাঁধ ডিঙ্গিয়ে ছোঁয়ে 
হেমলকের বিষ পান করে মরে যেতে চাই ।

বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬

তুমি আমার জান ।

তোমায় দিয়েছি ভালবাসা, 
তোমায় দিয়েছি প্রান । 
তুমি আমার জানরে সোনা , 
তুমি আমার জান ।

কত হাজার বছর থেকে অপেক্ষা করছি

মানুষের হয়ত বেঁচে থাকাটাই সবচেয়ে বেশী অপরাধ 
বাঁচতে গেলে সমস্যা আসে 
অমাবস্যা আসে 
আসে রাত, কালো রাত 
কত হাজার বছর থেকে অপেক্ষা করছি 
দেখতে একটি সুন্দর প্রভাত ।

তুমি গান ভালবাসতে আর আমি কবিতা

জানিনা তুমি থাকবে কিনা 
তবে তোমার গাওয়া গান গুলি থাকবে আমার সাথে সারা জীবন । 
তুমি গান ভালবাসতে 
আর আমি কবিতা 
এই ছিল তোমার আমার তফাৎ আর কিছু নয় । 
হঠাৎ একদিন ভুরে ঘুমভেঙ্গে দেখি তুমি নাই
তোমার গায়েরওড়না আর তোমার গানের রেকর্ড গুলি একপাশে পড়ে আছে ।
আমি তোমার গায়ের ওড়না আর তোমার গাওয়া গানের রেকর্ড জড়িয়ে
সারা প্রহর, রাত্রি কেঁদে বুক ভাসিয়ে ছিলাম ।

তুমি ছলে গেছ তো কি হয়েছে

তুমি ছলে গেছ তো কি হয়েছে 
আমার ছোট্ট এক দুরারোগ্য ব্যাধি হয়েছে 
সেই ব্যাধিতে মরে যাব 
তবু তোমার অপেক্ষায় দিন কাটাব 
তোমার নামে চিঠি পাঠাব 
তোমায় ভালবেসে যাব ।

শনিবার, ৬ আগস্ট, ২০১৬

আগামিকাল উদিত হবে এক নতুন প্রভাত ।

এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে 
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে । 
আমি কি কারো সঙ্গ পেথে পারি ? 
আমি কি কারো বন্ধু হতে পারি ? 
আমি কি কারো প্রিয়জন হতে পারি? 
আমি কি কারো প্রেমিক হতে পারি?
আমি কি কারো পথের সাথী হতে পারি ?
আমি কি কারো হাতে হাত রেখে পথচলতে পারি ?
আমি কি কখনো সবুজ ঘাসের উপর কাউকে নিয়ে বসে কিংবা শুয়ে স্বপ্ন দেখতে পারি ?
আমি কি কারো কোমল মেহেদি মাখা সুন্দর হাতে চুমু খেতে পারি ?
আমি কি কাওকে মন, প্রাণ উজাড় করে ভালবাসতে পারি ?
কেউ দেবেকি আমায় এতটুকু অধিকার ?
আমি এতোকাল এতোপথ একা পাড়িদিয়ে এসে
গতকাল থেকে নিজেকে কেবল নিষঙ্গ নিষঙ্গ লাগছে ।
বড় একা আমি
বড় একলা একলা লাগছে আমার ।
কেউ না কেউ আস ধর আমার হাত
দেখ আগামিকাল উদিত হবে এক নতুন প্রভাত ।

বুধবার, ৩ আগস্ট, ২০১৬

মানব জন্ম কি দিল ?

মানব জন্ম কি দিল ?
বুক ভরা বেদনা ছাড়া আর কিছুই দিলনা।
তাই এই মানব জন্ম নিয়ে আমার বড্ড হাসি পায় ।
মৃত্যুপর কি হব ? 
হয়ে যাব এক ইতিহাস ।
আর এ ইতিহাস কি হবে ?
একদিন শূন্যে মিলিয়ে যাবে ।
আর আমি একাকার থেকে একাকার হয়ে যাব ।
কেউ সঙ্গী হবেনা আমার ।
কাউকে পাবনা ।
এ জীবন ।
এ মরন ।
সব, সব শূন্য শূন্য শূন্য লাগে ।