শনিবার, ২৯ মার্চ, ২০১৪

ধর্ষণ এবং গণধর্ষণের চির সমাপ্তি

পৃথিবীতে নারী নির্যাতন, ধর্ষণ এবং গণধর্ষণের চির সমাপ্তি টেনে আনতে হলে
আমরা সকল পুরুষ নারীর কাছে মাথা নত করে নারীদের অধিকার ও মর্জাদা দিয়ে আমাদের পৃথিবীটাকে কলঙ্ক মুক্ত করতে হবে ।

ফিরাতে পারিনা তারে

আমি ফিরাতে পারিনা তারে
মন পাজরে
সে জেগে ওঠে বারে বারে ।
সন্ধ্যা বেলায় কিংবা কুহেলিকায়
দুহাতে ডাকে মোরে ওরে আয় কাছে আয়
কাছে নিয়া মরে দেয় হৃদয়ে ধরিয়া টান
মিলাইয়া তার মনের লগে আমার পরাণ ।

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

ভালবাসা এক মরণ নেশা

ভালবাসা এক মরণ নেশা ধরিলে আর ছাড়ে না
জনম থেকে এই নেশায় মাথাল হইয়া কি এক বিষণ ঘুরে গুরিতেছি 
পথে প্রান্তে তোমার বাড়ির অলি গলি সকল সীমানায়
একাল একলা একলা একলা ............
তুমি কতবার তাড়িয়ে দিয়েছ
তবু দাড়িয়ে থেকেছি 
তুমি কতবার মানা করেছ
তবু কতবাহানায় এসেছি
তুমি কবার কথা বলতে বারন করেছ 
তবু কথা বলেছি
তুমি জতবার অবহহেলায় থু থু ফেলেছ  
আমি ততবার সেই থু থু তুলে গায়ে মেখেছি 
তুমি জতবার আমায় ঘৃণা কর বলেছ
ততবার ভালবাসি বলেছি
তুমি জতবার আমায় আঘাত করেছ
ততবার আমি হাত পেতে দিয়েছি 
তুমি জতবার আমায় ফেলেদিয়েছ
ততবার আমি তোমায় বুকে তুলেলয়েছি ।
ভালবাসা এক মরণ নেশা ধরিলে আর ছাড়ে না ।
আমায় সে নেশা কোনদিন ছারেনি
কতবার চেষ্টা করেছি আত্নহত্যা করে ছাড়াই
ততবার মায়ায় জড়িয়ে আলিঙ্গনে বাঁচিয়ে রেখেছে ভালবাসা ।
এখনো বসে আছি সেই অপেক্ষায়
যদি কখনো ছাড়া পাই সেই মরণ নেশার হাতথেকে
দেব এক শান্তির ঘুম
আর কোন দিন জাগবনা
হারিহে যাব চিরতরে এই মহাবিশ্বের কোন এক সীমানায়
তখন আর বুক ভরা দুঃখ তাকবেনা ভরপুর কানায় কানায় । 

শনিবার, ১৫ মার্চ, ২০১৪

প্রেমের মন মাতানো গান

এক হৃদয়ে সইবে কত জ্বালা
আগুনে পুড়িতে পুড়িতে হৃদয় হইল কালা
জতই দিতে চাই বিরহের দোয়ারে তালা
ততই বেদনা এসে পরায় মালা ।
কেমনে বাঁচি গো সখি এ বেদনা লই মনে
সুখ কি আর আসিবেনা গো কোন দিন মোর জীবনে ।
তোমারে বলি গো সখি ফিরিয়া আসি আবার
জীবনের সকল ব্যথা বেদনা তুলিয়া  লও আমার ।
জানি তুমি আসবেনা তবু যাচিলাম
জীবনের সব টুকো সময় তবু অপেক্ষায় রইলাম ।
যদি আসো কোন দিন ফিরে কর আহবান
দেখবে আবার ওটিছে জাগিয়া আমার মৃত প্রাণ
গাইতেছে এক প্রেমের মন মাতানো গান ।





 

আমি বসে থাকব

আমি বসে থাকব তার আসায়
সাগর পারে
যে আমারে ভালবাসি ফিরে আসবে বারে বারে ...
এসে ধরবে হাত
কাটাবে জীবনের সকল প্রভাত
সকল রাত
সকল বিকেল
আমারে রচনা করবে সে
আর তাহারে রচনা করব আমি
পিছনে পড়ে থাকবে পৃথিবীর সকল ব্যস্ততা
সকল বিরহ ব্যাথা
ফুল ফুটে আর অবহেলায় ঝরবেনা
শুকন পাথা আর মাটের ওপর খেলা করবেনা ।
গাইবে পাখি
তুমি মেলিবে আখি
দেখিবে পৃথিবী কি এক অপরূপ সাজ সেজে করতেছে আহবান তোমারে আমারে ।
 

শনিবার, ১ মার্চ, ২০১৪

মহাবিশ্ব

এই মহাবিশ্বে পৃথিবী নামক গ্রহই একমাত্র গ্রহ নয় যেখানে শুধু বুদ্ধিমান প্রানি আছে,
এই কোটি কোটি গ্রহ নক্ষত্রের মহাবিশ্বে আরও অনেক পৃথিবীর মত গ্রহ আছে যা আমরা একদিন খুঁজে পাব , আর তখনি জাকির নায়েকের মত ভণ্ডরা প্রচার করবে সেকথা নাকি চৌদ্দশ বছর আগে কুরানে লিখা ছিল, আমি চেলেঞ্জ করলাম যদি কুরান সত্য হয়েথাকে আর জাকির নায়েক যা বলে তা যদি সত্যহয়েথাকে তাহলে , বলেদিক পৃথিবীর মত সবুজ বুদ্ধিমান প্রাণীতে ভরপুর হগ্রটি কোথায় অবস্তিত ? এবং সেখানের বুদ্ধিমান প্রানিরা এখন কি করছে ? তাদের পোষাক আশাকের অবস্তা এবং ব্যবস্তা কি ?