সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

পথ শিশু ।


কেউ দেখেনা খালি গায়ে 

শীতের রাতে কুকুরের পাশে শুয়ে থাকা শিশু । 

কেউ দেখে না  কিশোরী মেয়েকে ছিড়ে খায় শকুনেরা । 

কেউ দেখেনা শিশুর পাশে অযত্নে অবহেলায় 

মরেপড়ে থাকা তার অভাগিনী মা ।

শিশুটি অপেক্ষায় থাকে সারা দিন, সারা রাত  ।

কিন্তু ফুটপাতে পড়েথাকা মা আর কোন দিন যাগে না । 

অবুঝ শিশু বুঝেনা তার মা মারা গেছে  ।

তবুও শিশু তার মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে 

ওঠো,জাগো মা আমার খুব খিদা লাগেছে খেতে দাও ।

অনিকের প্রান্তর ।

যখন এই দেহ থেকে চলে যাবে প্রাণ 

এই পৃথিবীর সকল যন্ত্রণার হবে অবসান 

পড়ে থাকবে প্রাণ অনিকের প্রান্তর 

একা একা ঘুরে বেড়াবো দূর-দূরান্তর  

গ্রহ থেকে  গ্রহে  

নক্ষত্র থেকে নক্ষত্রে 

আকাশ গঙ্গা ছায়াপথ দেখে 

অ্যান্ড্রোমিডা ছায়াপথে  

ব্ল্যাক হোল থেকে ওয়ার্মহোল 

দেখবো কত শত উনিভার্স থেকে মাল্টিভার্স 

আমি হয়ে যাব এই বিশ্বজগতের এক বিশাল অংশ ।

আমাকে কেউ করতে পারবে না ধ্বংস ।

হয়ে যাব অবিনশ্বর ।

প্রতি সন্ধ্যায় বসাবো কবিতা পাঠের আসর 

গ্রহ থেকে গ্রহে ।

তারকা থেকে  তারকয় ।

কবিতার ছন্দে আনন্দে হারাবে মহাবিশ্ব সুরের মূর্ছনায়। 

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চিঠি

প্রিয় প্রিয় তমা আমার । 

আমার প্রানের প্রিয়তমা  । 

সব পড়ে থাকবে । 

শুধু আমি থাকবো না । 

আমার প্রিয় বই, 

 প্রিয় কলম, প্রিয় লেখার খাতা ।

প্রিয় ফুলবাগান , প্রিয় জন্মভূমি। 

যেখানে জন্ম নিয়ে বেঁচে আছি জনম জনম ।

যেখানে শৈশব-কৈশোর-যৌবন পার করে এসেছি । 

ভালোবেসে ফুল, নদী,ঘাস ,লতাপাতা,

প্রিয় পেয়ারা গাছ ।

যার ফুলে ,ফলে ঘ্রাণে বেড়ে ওঠা আমার শৈশব ।

চললাম এক অজানার পথে । 

নতুন জগতে । 

যেখান থেকে হয়তো ফেরা হবেনা কোনদিন আর ।