রবিবার, ২৪ জুলাই, ২০১৬

আয় রে সোনা জান পাখি

ভালবাসার রঙ্গিন চাঁদরে ঢাকা রেশমি আদর দেব
লাল খামে তোমার নামে প্রেমের লাল চিঠি দেব
লাল গোলাপের পাপড়ি ভরা রঙ্গিন সুভাষ দেব
একখানা নীল আকাশ দেব
ভালবাসার সোনার তরী দেব
রজনী গন্ধা ফুল দেব
সন্ধ্যা তারা দেব
আলো দেব, ছায়া দেব, মায়া দেব
প্রজাপতি ডানার মত রঙ্গিন স্বপ্নদেব
হরিণের সুন্দর চোখের মত সুন্দর এক পৃথিবী দেব
রাখালের বাঁশির শুর দেব
মাঝির কণ্ঠের গান দেব
আমার প্রেমিক মাতাল প্রাণ দেব
আসমানের চাঁদ দেব
হৃদয় মাজে স্তান দেব
তবু আয়রে সোনা আয়
রুপকথার রাজ কুমার হব
রুপকথার রাজ রানী বানাব
আয় রে সোনা আয়
মরি হায় হায় ।
আয় রে সোনা জান পাখি
বুকের মাজে ধরে রাখি
শীতল করব মন ।
এই জীবনে তুই ছাড়া মোর আর কেউ নাইরে আপন জন ।

শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

ধর্ষণ এর কারণ যদি নারীর পোশাক হয়

ধর্ষণ এর কারণ যদি নারীর পোশাক হয় ।তাহলে ইউরোপ অ্যামেরিকায় প্রায় নগ্ন নারীরা প্রথিদিন কয় বার ধর্ষিত হয় ?
আজ প্রায় পনের বছর পেরিয়ে গেলাম ইউরোপের মাটিতে । কত শত লক্ষ মেয়ে প্রথিদিন প্রায় উলঙ্গ হয়ে হাটে কিন্তু আজো একটা মেয়েকে ধর্ষিত হতে দেখিনি ,শুনিনি । 
কিন্তু বাংলাদেশে এই পনের বছরে শুনেছি, দেখেছি পনের হাজার নয় তারও বেশী, পাঁচ বছরের শিশু থেকে ,পঞ্চাশ বছরের বৃদ্ধাকে ধর্ষীত হতে ।
দেখেছি তাদের ছেড়া ফাঁড়া লাশ পদ্মার জলে ভাসতে, মেঘনার জলে ভাসতে, আনাচে কানাচে সব জায়গায় । তাদের অনেকের হিজাব পরাছিল তাদের অনেকের গায়ে বুর্কা পরাছিল।
তাহলে আমরা এখানে কি বুজবো ?
যে ধর্ষীত হয় এটা তার পোশাকের দোষ নাকি যে ধর্ষণ করে তার বিকৃত মন মানসিকতার দোষ । আপনারাই বিচার করেন ।

শেষ বিদায় ।

এই বেশ ভাল আছি
জীবনে যা কিছু পাই সব হারিয়ে যায়
জীবনে যা কিছু আসে সব চলে যায়
জীবনে যা ছিল পাশে, তা দূরে চলে যায়
জীবনে যা কিছু আপন সব পর হয়ে যায়
জিববে যা কিছু আখড়ে ধরে বাঁচতে ছেয়েছিলাম,
এঈ বেঁচে থাকার শেষ অবলম্বন আমাকে কিছু না বলে গত কাল চলে যায় ।
আমি এখন বাঁচব কি নিয়ে
আমি এখন থাকব কি নিয়ে
আমি বড় অসহায়
আমাকে দাও দাও সবাই শেষ...... বিদায় ।

বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

কেমন আছ তুমি?

কেমন আছ তুমি?
মনেহয় এই সুন্দর সকালে কোন প্রিয় মানুষের হাতে হাত রেখে বসেআছ। 
হয়ত ভাবছ তাকেনিয়ে দূরে কোথাও পালিয়ে যাবার কথা।
কিন্তু দেখ, হায় এই আমি, টায় দারিয়ে আজো তোমার অপেক্ষায় বসে আছি।
জানি হয়ত কোনদিন ফিরবেনা। 
তবু তোমার আশায় পথ চেয়ে থাকি সারা দিন।

এটা একান্ত আমার কষ্ট

অনেক কষ্ট আছে সবাইকে বলা যায়
কিন্তু গতকাল বিকেলে পাওয়া সব চেয়ে বিষাদময় কষ্ট কাউকে বলা যাবেনা । 
এটা একান্ত আমার কষ্ট । 
আমি সয়ে যাব নীরবে।
শুধু বুকের ভেতর বেদনার ভূমি কম্প তছ নছ করে দেবে আমার বুকের মাজে বেড়ে ওঠা সাত তলা বাড়ি, জলের দিঘি আর ফুলের বাগান ।

গভীর রাত অঝরে বৃষ্টি ঝরছে কোথাও কেউ নেই

গভীর রাত অঝরে বৃষ্টি ঝরছে কোথাও কেউ নেই। 
আজ কেন জানি বৃষ্টির আবছা আলোয় তোমার কোমল মুখ, মনে পড়ছে বার বার । 
কেমন আছ ? 
জেগে আছ ? 
নাকি ঘুমিয়ে পড়েছ ?

আজো খুজি শত মানুষের বিড়ে কিন্তু কোথাও পাইনা ।

জীবনের আটটি বসন্ত পার হবার পর , এক সকাল বেলায় একটি ছোট বালিকা আমার হাতে দুটি লাল গোলাপ দিয়ে বলেছিল এটা আপনার জন্য ।এইযে আড়ালে দাড়িয়ে আছেন উনি পাঠিয়েছেন । হত বিহ্বল আমি জানালার পাশদিয়ে থাকিয়ে দেখলাম। ভোরের আলোর মত সুন্দর সর্নকেশী একটা মেয়ে ভোরের মৃদু বাতাসে ওড়না দোলখাচ্ছে, আর সে আমার দিকে তার হরিণের মত সুন্দর বাকা চোখে চেয়ে বাকা হাসিদিয়ে কি যেন বলছে ।তার হাসিতে লেগে আছিল কি যেনএক মধুর মায়া। আমি তারদেয়া দুটি গোলাপ নিয়ে তার পিছু পিছু ছোটতে লাগলাম ।প্রথমে হেঁটে হেঁটে তার পর দৌড়ে দৌড়ে কিন্তু তাকে আমি ছুতে পারলাম না। সে কোথাও কোন এক পথের বাকে মিলিয়ে গেল । তাকে আমি আজো খুজি শত মানুষের বিড়ে কিন্তু কোথাও পাইনা ।

যখন মন ভাল থাকেনা তখন কি করা উচিৎ

যখন মন ভাল থাকেনা তখন কি করা উচিৎ 
গান শুনা ? 
নাকি সিগারেট পান করা ? 
নাকি নীরবে চলে যাওয়া, এই জগত সংসার ছেড়ে নীরব কোন জায়গায় 
যেখানে ফুল, প্রজাপতি আর ভ্রমর সারা দিন খেলা করে।
ঘুম ভাঙ্গে কোন সুরেলা কুকিলের মধুর সুরে ।

মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

কি আর লিখব

কি আর লিখব লিখতে গেলে হাত কেঁপে কেঁপে ওঠে
চোখের সামনে ভেসে আসে গুলশান হামলায় 
নিহত নিরহ মানুষের গলাকাঁটা লাশ . 
আর আমি কিছু লিখতে পারিনা । 
আর কি ঘুমাব আমি ঘুমাতে গেলে
সেই রাতের বিকট শব্দে বোমা আর গুলীর বিকট আওয়াজ কানে এসে আমার মনের সুন্দর পৃথিবী ধ্বংস করেদেয়
আর আমি ঘুমাতে পারিনা ।

তুমি হারিয়ে যাওয়ার পর

তুমি হারিয়ে যাওয়ার পর 
হারিয়ে গিয়েছে সব । 
এখন আর আমার কোন শৈশব নেই 
কোন কৈশোর নেই 
যৌবন নেই 
জীবন নেই
এমন কি মরনও নেই ।
যদি জীবন থাকত, তাহলে বেঁচে যেতাম
যদি যৌবন থাকত, যৌবন শক্তি পেতাম
যদি মরন থাকত, তাহলে তুমি চলে যাবার পর মরে যেতাম ।
সব হারিয়ে আজ আমি এখন এক বাউন্ডুলে
কোথাও টাই নেই আমার ঐ কূলে এই কূলে ।