রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

নিঃস্বার্থ ভালোবাসা ।

নিঃস্বার্থ ভালোবাসা
সব মায়ের কাছে তার ছেলে হয় রাজপুত্র
বাবা বলতেন অকর্মা ছেলে কাজে কর্মে কোন মন নেই সারাদিন কেবল খেলাধুলা ।
মা বলতেন রাজপুত্র ছেলে আমার, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে ।
আজ বাবা , মা বৃদ্ধ ।
এখন কেউ আমায় শাসন করেনা।
আমি এখন অনেক বড় হয়েগেছি ।
কিন্তু আজ জীবনের এই কঠিন ঝলসানো বাস্তবতায় দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, মা কি অসহ্য বেদনার কঠিন পাথর বুকে নিয়ে দিবারাত্রি টুকরে টুকরে বেঁচে আছি মা তোমার রাজপুত্র ছেলে আর রাজপ্রাসাদে নাই মা, সে এখন ভবঘুরে তার এখন কোন দিন নেই, রাত নেই, পূর্ব নেই, পশ্চিম নেই নেই ভালোবাসার একখানা সবুজ নীড় ।
চারদিক অন্ধকার আর অন্ধকার ।
শুধু একটি আলো আজ বুকের মাঝে জল, জল করে জলছে মা, সে তোমার দেয়া নিঃস্বার্থ ভালোবাসা ।

ভালোবাসা নামক সূর্যের প্রদক্ষিণ করতে করতে কাটিয়ে দিলাম জীবনের ৩২ টি বছর এখনো হৃদয় নামক পৃথিবীতে ঋতুরাজ বসন্ত এলো না।

ভালোবাসা নামক সূর্যের  প্রদক্ষিণ করতে করতে কাটিয়ে দিলাম জীবনের ৩২ টি বছর এখনো হৃদয় নামক পৃথিবীতে ঋতুরাজ বসন্ত এলো না।

নেশা ।

নেশা
তোমার নেশায় নেশা পান করতে করতে বুকে ধরেছে ঘুন
তোমার জ্বালায় জ্বলতে জ্বলতে হয়েছি আগুন।
তোমার বেদনায় কষ্ট পেতে পেতে হয়েছি পাষাণ
তোমার জন্য মরতে মরতে হয়েছিস শ্মশান ।
আমার ভেতরে শুধু তুমি তুমি তোমার বসবাস
তোমার তরে ভাবনায় পড়ে হয়েছে অকাল সর্বনাশ।
আমায় তুমি দুঃখ দিয়ে আছ খুবই ভালো
তুমি আমায় হাসাও, আমায় ভাসাও, আবার আগুন জ্বালো ।
তুমি একবার এসে দেখে যাও আমি কেমন আছি
তোমার প্রেমে বিভোর হয়ে মৃত্যুর সাথে খেলছি কানামাছি ।

প্রেমের তরী বাইতে বাইতে কাটিয়ে দিলাম বেলা জীবন তরী বাইতে গিয়ে দেখি আমি একেলা ।

প্রেমের তরী বাইতে বাইতে কাটিয়ে দিলাম বেলা জীবন তরী বাইতে গিয়ে দেখি আমি একেলা ।