তুমি বললে আমি যেন ভাল থাকি
হ্যা আমি ভাল আছি, মনের মাজে
তোমাকে পাওয়ার হাজার আকাংখা
নিয়ে ভাল আছি
তোমাকে ভালবেসে না
পাওয়ার তীব্র যন্ত্রণার মাজে যত টুকু ভাল থাকা যায় তত টুকু
ভাল আছি
তোমাকে কাছে পাওয়ার জন্য ছাতক
পাখির মত বৃষ্টির আসায় দারুন খরায় পৃথিবী চৌচির হয়ে যাওয়ার মত
কঠিন তাপদাহে বুকের চটপটানিতে যত টুকু ভাল থাকা যায়
টিক তত টুকু ভাল আছি ।
হ্যা আমি ভাল আছি, মনের মাজে
তোমাকে পাওয়ার হাজার আকাংখা
নিয়ে ভাল আছি
তোমাকে ভালবেসে না
পাওয়ার তীব্র যন্ত্রণার মাজে যত টুকু ভাল থাকা যায় তত টুকু
ভাল আছি
তোমাকে কাছে পাওয়ার জন্য ছাতক
পাখির মত বৃষ্টির আসায় দারুন খরায় পৃথিবী চৌচির হয়ে যাওয়ার মত
কঠিন তাপদাহে বুকের চটপটানিতে যত টুকু ভাল থাকা যায়
টিক তত টুকু ভাল আছি ।