বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬


ভীষণ একলা লাগছে

 ভীষণ একলা লাগছে


ভীষণ একলা লাগছে আজ 
খুব খারাপ সময় যাচ্ছে তোমাকে ছাড়া ।

সকাল গড়িয়ে দুপুরে নামল অঝর বৃষ্টি। 
রিমঝিম রিমঝিম রিমঝিম ।

মনে আছে তোমার ? 
এরখম এক দুপুরে তুমি আর আমি 
গা ভাসিয়েছিলাম, বৃষ্টি জলে । 

সে কথা এখনো মনেহলে 
নাকে ভেসে আসে তোমার নরম শরীরের গরম ঘ্রাণ । 

তোমার কামিজ ভিজে পাজামার সাথে লেগে গিয়েছিল 
আমি অবাক নয়নে তোমার পাণে থাকাতে 
তুমি কি দারুণ মিষ্টি হেসেছিলে । 

তোমার  সে হাসি এখনো আমার দু চোখের পলকে লেগেয়াছে । 

চোখের পাথা বুজলেই তোমাকে দেখি 
তুমি হাসছ 
গাইছ 
খেলা করছ আমার বুকের পরে । 

কি এক অন্ধকার কেড়েনিল তোমায় 
আমার বুকের খুলাজানালা  থেকে ।

খুলা জানালা, এখনো খুলেবসে আছি তোমার জন্য । 
কিন্তু তুমি কোথায়? 
হায়, কোথায় হারালে ? তুমি কি  আর কোনদিন আসবেনা ? 

যদি কোনদিন আস পুর্ণীমার চাঁদের সাথে ।
পা, রাখ আমার আঙ্গিনায় ।
আর তার আগে যদি আমি পরপারে যাইচলে 
তাহলে আমার সমাধি, বাধি রাখিও তোমার শাড়ির আচলে 
সেই আঁচল ধরে আমি ফুল হয়ে ফুটে 
সারা জীবন তোমায় চড়াব মধুর সুভাষ । 

x