জীবন আমার জীবন্ত নয়
এই জীবনে হয় মরনের জয় ।
চলিতে চলিতে ক্লান্ত চরণ
বসে আছি ওপার হয়ে এবার যদি আসে গো মরন ।
তারে আমি বউ সাজিয়ে করিব বরণ ।
আমারে কেউ করিও না শ্মরন
দেখিও না কেউ কোনদিন আমার এ বুকের রক্তক্ষরণ ।
আমি আর আসিবনা তোমাদের মাজে
চাইলেও দেখিতে পারবেনা আমায় আর কোন নতুন সাজে ।