রবিবার, ৭ মে, ২০১৭

অভাব ।

অভাব ।

মাত্র দুদিন গেল আবার অভাব এসে হানা দিয়ে
মেলে ধরেছে তার ডানা ।
ধরছে কত বাহানা
ট্রেন্ডি ফ্যাশনের চামড়ার সাইড ব্যাগ কিনেদিতে না পারায় বুকের পিঞ্জিরায় রাখা ময়না পাখীটাও সেদিন গেল উড়ে।

শহরে চলার পথে কত কিযে ভাল লাগে
কিনার সাদ যাগে
কিনতে পারিনা ।
শুধু মনকে দেই শান্তনা ।
মনকে বলি মন
একটু স্থিরহ, একটু বুঝ
অভাব মানুষের চির জীবন থাকেনা ।

একদিন আমারও অনেক টাকা হবে ।
বাড়ি হবে ,গাড়ি হবে, নারী হবে ।
ঘরে গেলে ভাত বেড়ে দিবে
আদরের চাদর  বিছিয়ে দিবে
হাত পাখার বাতাস করবে
ভালবাসবে ।
কাছে আসবে চুমো খাবে
কুকিলের মত গান শুনাবে  ।
একদিন আমার সব হবে ।

এখন কেউ নেই,কিচ্ছু নেই তো কি হয়েছে
একদিন আমার সব হবে
আমার সব থাকবে   ।
আমি সব পাব
সব খাব
সব কিনব ।
একদিন পৃথিবীর সকল অভাবি মানুষকে বিলিয়ে দিয়ে চলে যাব অনেক অনেক দূরে
আমার যা আছে সব ।

প্রার্থনা ।

হে ভুয়া ইশ্বর
তুমি প্রস্থর যুগ থেকে অজ্ঞ মানুষের মাথায় বিশেষজ্ঞ হিসেবে ভরকরে প্রায় অর্দেক পৃথিবী ধ্বংস করে ফেলেছ । এখন দয়াকরে একটু রেহাই দাও ভণ্ড , মুর্খ  মানুষের মাথা থেকেনাম , মানুষ ভুলে যাক জাত পাত , মানুষকে মানুষ পরিচয়ে বাঁচতে দাও।
মানুষের যেন আর মৃত্যু না হয় মুসলমান, হিন্দু , বৌদ্ধ, খৃস্টান হিসেবে।
মানুষের যেন এবার মৃত্যু হয় মানুষ হিসেবে ।

আমরা শান্তি চাই
ভালবাসা চাই
মানবতা চাই
আমরা মানুষ হয়ে বাঁচতে চাই ।
তুমি নেমে এসে ধুলো মাটির সাথে মিশেযাও হে ভুয়া প্রভু
বন্যার পানির মত ভাসিয়ে নিয়ে যাও
তোমার সকল আবর্জনা।