সত্যের সন্ধানে
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
জীবন জুড়ে হৃদয় পুড়ে ।
জীবন জুড়ে
হৃদয় পুড়ে ,হল ছারখার
কেউ নয় আমার বন্ধু
কেউ নেই আমার ।
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
আমি মরতে মরতে একদিন বেঁচে যাব।
আমার নেই শোবার ঘর
মাথার উপর ছাদ
আদর করার মত এক খানা বিবি।
দে দেরে তোরা , আর কত কস্ট দিবি ?
আমি সংকুচিত হতে হতে একদিন প্রসারিত হব
আমি মরতে মরতে একদিন বেঁচে যাব।
নবীনতর পোস্টসমূহ
পুরাতন পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)