নিঃস্বার্থ ভালোবাসা
সব মায়ের কাছে তার ছেলে হয় রাজপুত্র
বাবা বলতেন অকর্মা ছেলে কাজে কর্মে কোন মন নেই সারাদিন কেবল খেলাধুলা ।
মা বলতেন রাজপুত্র ছেলে আমার, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে ।
আজ বাবা , মা বৃদ্ধ ।
এখন কেউ আমায় শাসন করেনা।
আমি এখন অনেক বড় হয়েগেছি ।
কিন্তু আজ জীবনের এই কঠিন ঝলসানো বাস্তবতায় দাঁড়িয়ে বলতে ইচ্ছে করছে, মা কি অসহ্য বেদনার কঠিন পাথর বুকে নিয়ে দিবারাত্রি টুকরে টুকরে বেঁচে আছি মা তোমার রাজপুত্র ছেলে আর রাজপ্রাসাদে নাই মা, সে এখন ভবঘুরে তার এখন কোন দিন নেই, রাত নেই, পূর্ব নেই, পশ্চিম নেই নেই ভালোবাসার একখানা সবুজ নীড় ।
চারদিক অন্ধকার আর অন্ধকার ।
শুধু একটি আলো আজ বুকের মাঝে জল, জল করে জলছে মা, সে তোমার দেয়া নিঃস্বার্থ ভালোবাসা ।
শুধু একটি আলো আজ বুকের মাঝে জল, জল করে জলছে মা, সে তোমার দেয়া নিঃস্বার্থ ভালোবাসা ।