ছেলে বেলার স্বপ্ন ।
তেত্রিশ বছর হয়ে গেল কিছুই করা হলোনা আমার
ছেলেবেলায় খেলার ছলে কত স্বপ্ন দেখেছিলাম ।
ছেলেবেলায় খেলার ছলে কত স্বপ্ন দেখেছিলাম ।
আমি লেখালেখি করি
বড় হয়ে একদিন বড় লেখক হব ।
বড় হয়ে একদিন বড় লেখক হব ।
আমি গান গাইতে পারি, ভালো গানের গলা আমার
বড় হয়ে একদিন বড় নামকরা গায়ক হব ।
বড় হয়ে একদিন বড় নামকরা গায়ক হব ।
আমি ভালো ক্রিকেট খেলতে পারি
বড় হয়ে একদিন বড় ক্রিকেটার হব ।
বড় হয়ে একদিন বড় ক্রিকেটার হব ।
আমি ভালো ফুটবল খেলতে পারি
বড় হয়ে একদিন বড় ফুটবলার হব ।
বড় হয়ে একদিন বড় ফুটবলার হব ।
তেত্রিশ বছর কেটে গেল ।
ছোট থেকে বড় হলাম
সংসারের হাল ধরতে লেখাপড়া ছাড়লাম ।
ছোট থেকে বড় হলাম
সংসারের হাল ধরতে লেখাপড়া ছাড়লাম ।
এখন প্রতিদিন রাতে কাঁদে বোঝা নিয়ে গাধার মতো ঘরে ফিরতে হয় । ঘরে ফিরে নানা অশান্তি লেগে থাকে প্রথিদিন ।
ছেলেবেলার সব স্বপ্ন ধূলির সাথে মিশে গেল ।
বড় হয়ে বড় কোনো কিছুই হওয়া হলোনা আমার।
বড় হয়ে বড় একটা গাধা হয়েছি ।
প্রতিদিন কাঁধে নিয়ে বোঝা ঘরে ফিরতে হয়।
ছেলেবেলার সব স্বপ্ন ধূলির সাথে মিশে গেল ।
বড় হয়ে বড় কোনো কিছুই হওয়া হলোনা আমার।
বড় হয়ে বড় একটা গাধা হয়েছি ।
প্রতিদিন কাঁধে নিয়ে বোঝা ঘরে ফিরতে হয়।