দিনের শেষে গোধূলিলগ্নে সন্ধ্যা নেমে আসে ।
পাশে রজনীগন্ধার সুভাষ ছড়ায় বাতাসে ।
যখন ঘরে ফেরে সব পাখি।
যখন হুতোম প্যাঁচা গভীর নিশিতে করে ডাকাডাকি।
সবাই ঘুমে , নির্জনে আমি জেগে থাকি ।
তখন কি ভীষণ যন্ত্রণা আমার বুক ছিঁড়ে খায়।
যেমন ছিঁড়ে খায় শকুনেরা টুকরো টুকরো মাংস ।
কি করে বল বেঁচে থাকি।
একটা মানুষ কত যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারে?
জীবনের সব আশা যখন নিরাশার পাখি হয়ে উড়াল দিয়ে চলে যায়।
জীবনে কিবা থাকে তখন বেঁচে থাকার মতো।
অমাবস্যার রাত গভীর অন্ধকার ।
তার চেয়ে আরো আরো গভীর অন্ধকার আমায় ঘিরে ফেলে । প্রতিরাত গলাটিপে ধরে ,
নিঃশ্বাস নিতে পারিনা ।
মনে হয় যেন মরেগেছি ।
তারপরও প্রতি ভোরে, আহত পাখির মতো ডানা ঝাপটে নেমে পড়ি জীবনসংগ্রামে ।