প্রকৃতি দেখে না মোর চোখের জল ।
প্রকৃতি দেখেনা পথে খালি গায়ে শুয়ে থাকা
শীতের রাতে কুকুরের পাশে পথশিশু ।
প্রকৃতি দেখে না ভিখারীর কিশোরী মেয়েকে ছিড়ে খায় শকুনেরা ।
প্রকৃতি দেখেনা ছোট শিশুটির পাশে অযত্নে অবহেলায় মরেপড়ে থাকা তার অভাগিনী মা ।
শিশুটি অপেক্ষায় থাকে কবে ওঠবে তার মা ।
তাকে দেবে করতে তার দুগ্ধ পান ।
শিশুটি সারা দিন, সারা রাত
অনাহারে বসে থাকে তার মায়ের পাশে
কিন্তু ফুটপাতে পড়েথাকা মা আর জাগে না।