কিছু কিছু মানুষের জীবন কষ্ট দিয়ে শুরু হয়,
কষ্ট পেয়ে শেষ হয়ে যায় ।
আবার কিছু কিছু মানুষের জীবন সুখ দিয়ে শুরু হয়
সুখের মাঝেই শেষ হয়ে যায় ।
আবার কিছু কিছু মানুষের জীবন কষ্ট দিয়ে শুরু হয়
সুখ দিয়ে শেষ হয়ে যায় ।
আবার কিছু কিছু মানুষের জীবন
সুখ দিয়ে শুরু হয়
আবার কষ্ট পেয়ে শেষ হয়ে যায়।
এইত জীবন । এর মানে ।
আসা যাওয়া পথের মাঝে খানিক সময় খেলা ।
দুঃখ সুখের জীবন মেলায়,হারিয়ে যাওয়া বেলা ।