সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৩

সৃষ্টি কর্তার প্রয়জন

ভূকম্পন সৃষ্টি হতে
অগ্নিগিরিতে অগ্লুতপাথ ঘটতে বা
পাহাড়ে দাবানল সৃষ্টিতে
যেমন কোন কারো হাতের বা সৃষ্টি কর্তার প্রয়জন পড়েনা
তেমন পৃথিবী বা মহাজগৎ সৃষ্টিতেও কারো কোন
হাতের বা সৃষ্টি কর্তার প্রয়জন পড়েনা ।

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

আমাদের দেশের রাজনীতি বিদরা তারা দেশের জন্যেও কাজ করে না, দশের জন্যও কাজ করে না, তারা শুধু কাজকরে তাদের নিজের জন্য, তাই দেশ, তাদের উপর না চেড়ে আসেন আমরা দেশ প্রেমিকরা দেশের জন্য কার করি । আমাদের হাতে থাকলে দেশ পথ হারাবেনা বাংলাদেশ

বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৩

যৌনতা

যৌনতা হল একটা প্রকৃতিক বিষয়,যেমন মানুষ, পা আছে তাই হাটে, হাত আছে তাই কাজ করে, চোখ আছে তাই দেখে , লিঙ্গ আছে তাই যৌন কাজ করে । এটাকে মুর্খ ধর্মান্ধ্যরা , এমন ভাবে সাজিয়েছে যে, এটা তাদের , ধরা বাঁধা নিয়মের বাহিরে করলেই হত্যা সমতুল্য অপরাধ । আর এই হত্যা সমতুল্য আপরাধের শিকার হচ্ছে বেশী নারীরা। ইসলাম কিংবা বিভিন্য ধর্ম গ্রন্ত নারীদের একটা মানুষ না বানিয়ে বানিয়েছে আস্ত একটা যৌনাঙ্গ। তাই যৌন নির্যাতন সহ যৌন বিষয়ক সকল বিষয়ের সকল পীড়ন সজ্য করতে হয় নারীকেই। যৌনতা হোক মুক্ত , একে বেকে যাওয়া নদীর মত। আর তার সাথে নারীরাও ।

বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

আমাদের এই সমাজ

আমাদের এই সমাজ পালটাতে হবে জন্ম দিতে হবে এক নতুন সমাজের যেখানে থাকবেনা কোন,ধর্ম বর্নবাদ হিংসা প্রতি হিংসার আগুন ,মানুষে মানুষে মারা মারি কাটা কাটি ,লোভ ক্ষুভ , যেখানে যুক্তি, মুক্তি , মানবতা ,বিজ্ঞান , দিয়ে করবে সব সমস্যার সমাধান ।