বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৩

যৌনতা

যৌনতা হল একটা প্রকৃতিক বিষয়,যেমন মানুষ, পা আছে তাই হাটে, হাত আছে তাই কাজ করে, চোখ আছে তাই দেখে , লিঙ্গ আছে তাই যৌন কাজ করে । এটাকে মুর্খ ধর্মান্ধ্যরা , এমন ভাবে সাজিয়েছে যে, এটা তাদের , ধরা বাঁধা নিয়মের বাহিরে করলেই হত্যা সমতুল্য অপরাধ । আর এই হত্যা সমতুল্য আপরাধের শিকার হচ্ছে বেশী নারীরা। ইসলাম কিংবা বিভিন্য ধর্ম গ্রন্ত নারীদের একটা মানুষ না বানিয়ে বানিয়েছে আস্ত একটা যৌনাঙ্গ। তাই যৌন নির্যাতন সহ যৌন বিষয়ক সকল বিষয়ের সকল পীড়ন সজ্য করতে হয় নারীকেই। যৌনতা হোক মুক্ত , একে বেকে যাওয়া নদীর মত। আর তার সাথে নারীরাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন