এই যান্ত্রিক জীবনে অমূল্য ভালবাসা
আজ মূল্যহীন
নিঃসঙ্গ হাটি পথে পথে
আর নিজেকে বড় অসহায় লাগে
বড় অসহায় হয়েগেছি এখন আমি ।
এই ইট, পাথরের কৃত্রিম জীবনে
নিজের প্রাকৃতিক নিঃশ্বাস যেন
বুকের মাজে বিধে গোলাপের কাঁটার মত
সীমাহীন বেদনায় ছট ফট করি
কথায়ও কোন শান্তি পাইনা ।
আজ মূল্যহীন
নিঃসঙ্গ হাটি পথে পথে
আর নিজেকে বড় অসহায় লাগে
বড় অসহায় হয়েগেছি এখন আমি ।
এই ইট, পাথরের কৃত্রিম জীবনে
নিজের প্রাকৃতিক নিঃশ্বাস যেন
বুকের মাজে বিধে গোলাপের কাঁটার মত
সীমাহীন বেদনায় ছট ফট করি
কথায়ও কোন শান্তি পাইনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন