সোমবার, ৩ নভেম্বর, ২০১৪

মন তুমি আর কেদনা

মন তুমি আর কেদনা
জীবন যেখানে থমকে দাড়ায়
বৃথাই দুহাত শুন্যে বাড়ায়
আনে মুঠো মুঠো বেদনা । ...
তাই মনকে বলি
তুমি আর কেদনা
জানি আছে বুকভরা বিষণ যন্ত্রণা
তবুও দেই শান্তনা
মন তুমি আর কেদনা
কেদে কি লাভ
যার সাথে তোমার ভাব
সেইত তোমাকে করেছে লাঞ্ছনা
তাই বলি মন তুমি আর কেদনা
কাদিলেত কত কাল
বাধিলেত মায়াজাল
তাতে পেয়েছ শুধু যাতনা
তাই বলি মন তুমি আর কেদনা
তোমার ভাঙ্গা বুক
অশ্রু ভেজা চোখ
বিরহে ঢাকা প্রেম যমুনা
তোমার সুখ কোথায় ?
তুমি সুখিহও মন তুমি আর কেদনা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন