বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭
আজ হটাৎ করে
আজ হঠাৎ করে আমার মায়ের কথা মনে পড়ে গেল। ইউরোপে থাকি ।ইউরোপে বড়করে পালন হয় বড় দিন। বাংলাদেশের ঈদের দিনের মত। আজ চার দিকে বড় সাজ সাজ রব। পুরো প্যারিস শহর সাজানো হয়েছে লাল নিল বাতি দিয়ে।রাস্থার পাশের একটি বাস, স্টেশনে দাড়িয়ে আছি ।কাজ শেষ বাসা যাব তাই।কিন্তু বাসায় গিয়ে কি হবে বাসায় কেউ নাই।বাসা একা এক বিশন্য বাতাসে শন শন করছে। আজ বড় দিন । সবাই ঘরে ফিরছে কেনাকাটা করে। যে যার মত মনের আনন্দে । আমি ঠায় অশহায় দাড়িয়ে আছি। আজ আনন্দ করার বিশন ইচ্ছা করছে।সবার মত আমারো ইচ্ছা করছে কেনাকাটা করে বাসায় যেতে । বাসায় গিয়ে দেখতে আমার প্রান প্রিও মা আমার জন্য কত শত খাবার নিয়ে বসে আছে ।পায়েস ,শন্দেশ ,দেশিও খাবার আর কত কি । বসব,আনন্দ করে বাসার সবার সাথে খাব । আমি যখন দেশেছিলাম যখন রাতে বাসা ফিরতাম,আমার মা আমার পাশে বসে , মাথায় হাত বুলিয়ে বলত আমার পাগল ছেলে দেখ সারা দিন না খেয়ে কেমন মুখ টা শুকিয়ে গেছে । মা " এখন আমার শুধু মুখ নয় ,বুকও শুকিয়ে কয়লা হয়ে ঝিকি ঝিকি জলছে সারা জীবন ,কেউ নাই, কেউ দেখেনা । বাসা শন শন করছে নিরব বাতাসে । আমি এখন কি করব? বাসায় যেতে ইচ্ছা করছেনা মা , একা ঠায় দারিয়ে মানুষের আসা যাওয়া দেখছি ।
বিষণ একলা
বড় একলা লাগছে
কারকাছে যাব, কি করব ,কোথায় যাব ভেবে পাচ্ছিনা ।
বুকের মাজে জলছে দাউ দাউ বেদনর আগুন ।
আমি একা বসে আছি বিষণ একা ।
মানুষের আসা যাওয়া দেখছি ।
মানুষ তার মানুষীকে নিয়ে কি মধুর হেসে,খেলে যাচ্ছে ।
আমি কাকে নিয়ে হাসব,
আমি কাকে নিয়ে খেলব ,
আমার খেলার সাথী
আমার আলোর বাতি ,
চলেগেছে নিভিয়ে আমার জীবনের সকল আলো ।
আমি কি করব ?
আমি এখন কি করব ?
দুহাত দিয়ে কিছু করব, সে শক্তি নেই ।
দু পা দিয়ে হাটব, সে ইচ্ছা নেই ।
একা বসে আছি ।
পথচারী সবাই কোথা থেকে কোথা চলেযায়,
আমি একা ঠায় বসে হায়।
কোথাও যাইনা
আমার কোথাও যাবার জায়গা নাই ।
হতাশা
যখন ভেঙেযায় সব আশা
তখন চলে আসে সব হতাশা
হতাশা নিয়ে বেঁচে থাকা
আর জলে কুমিরের সাথে লড়াই করে বেঁচে থাকা এক ।
দেখি জলে কুমিরের সাথে লড়াই করে কত দিন বেঁচে থাকতে পারি ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)