বুধবার, ৪ জানুয়ারী, ২০১৭

বিষণ একলা

বড় একলা লাগছে 
কারকাছে যাব, কি করব ,কোথায় যাব ভেবে পাচ্ছিনা  । 
বুকের মাজে জলছে দাউ দাউ বেদনর আগুন  । 
আমি একা বসে আছি বিষণ একা । 

মানুষের আসা যাওয়া দেখছি । 
মানুষ তার মানুষীকে নিয়ে কি মধুর হেসে,খেলে যাচ্ছে । 
আমি কাকে নিয়ে হাসব, 
আমি কাকে নিয়ে খেলব ,
আমার খেলার সাথী 
আমার আলোর বাতি ,
চলেগেছে নিভিয়ে আমার জীবনের সকল আলো । 

আমি কি করব ?
আমি এখন কি করব ? 
দুহাত দিয়ে কিছু করব, সে শক্তি নেই । 
দু পা দিয়ে হাটব, সে ইচ্ছা নেই । 
একা বসে আছি  । 

পথচারী সবাই কোথা থেকে কোথা চলেযায়,
আমি একা ঠায় বসে হায়।  
কোথাও যাইনা 
আমার কোথাও যাবার জায়গা নাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন