শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

ও কালো মেয়ে বলো না তুমি হবে কি আমার বধু ।


কালো বলে কেউ , কাউকে করো না অবহেলা
কালো মেয়ের কালো চুলে ভাসে মেঘের ভেলা
কালো মেয়ের কালো চোখে আছে চান্দের আলো 
কালো কালো বলে লোকে সেইতো জগৎ ভালো
কাল মেয়ের রাঙ্গা ঠোঁটে আছে ফুলের মধু
ও কালো মেয়ে বলো না তুমি হবে কি আমার বধু
কালো মেয়ের গভীর চাহনি কেড়ে নিল প্রাণ
ভাই বুকে মারে টান
প্রেমের জ্বালায় জ্বলিয়া হৃদয় করে আনচান ।
কালো মেয়ের কালো ভেজা চুলে গুছিয়ে দেব ফুল ।
কানে দেব দুল
গলায় পরাবো ফুলের মালা
সে হোক না যতই কালা
কালো মেয়ের রঙ্গিন জামায় ঢাকা উত্তাল যৌবন জ্বালা
কালো মেয়ের কালো গভীর সাগরে ওঠেছে ভাই ঢেউ
খালি পড়ে রইল সাগর সাঁতার কাটল না কেউ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন