মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৩

সক্রেটিস'কে বিষ দেওয়া হয়েছিল,
ব্রুনো'কে পুড়িয়ে মারা হয়েছিল,
হাইপেশিয়ার দেহকে নৃশংস
ভাবে টুকরো টুকরো করা হয়েছিল,
গ্যালিলিও'কে নির্বাসন
দেওয়া হয়েছিল,
আরজ আলী মাতুব্বরের
নামে মামলা করা হয়েছিল,
হুমায়ুন আজাদকে কোপানো হয়েছিল,
তসলিমা নাসরিনকে দেশত্যাগে বাধ্য...
করা হয়েছে;
এত হত্যা, নির্যাতন, নিষ্ঠুরতা দিয়েও
মুক্তচিন্তার মানুষের নাম মুছে ফেলা সম্ভব
হয় নি, তাদের চিন্তা-চেতনা ধ্বংস
করা সম্ভব হয় নি। বরং মৌলবাদী,
নিপীড়নকারীরাই মুছে গেছে ইতিহাসের
পাতা থেকে।
সত্য কথা বলার জন্য কাউকে হত্যা করতে হয়
না, হুমকি দিতে হয় না, স্বীকার করার জন্য
কাউকে বাধ্য করতে হয় না।
কিন্তু, ধর্ম টিকিয়ে রাখার জন্য
হত্যা করতে হয়, নিপীড়ন করতে হয়, মানুষের
কণ্ঠরোধ করতে হয়। কারন, ধর্ম মিথ্যার উপর
প্রতিষ্ঠিত।

রবিবার, ৩ মার্চ, ২০১৩

দুজন কালজয়ী মহাপুরুষ

পৃথিবীর মানুষের কাছে আসলেন দুজন কালজয়ী মহাপুরুষ
একজন রবিন্দ্রনাথ
আর একজন মুহাম্মদ
রবীন্দ্রনাথ আসলেন ফুল হাতে
আর মুহাম্মদ আসলেন তলোয়ার হাতে
রবিন্দ্রনাথ এসে পৃথিবীর মানুষকে করলেন ফুল বিতরণ
আর মুহাম্মদ এসে পৃথিবীর মানুষকে করলেন তলোয়ার বিতরণ
রবীন্দ্রনাথের ফুলের সুভাষে, সুন্দর্যে মানুষ মুখরিত
আর মুহাম্মদের তলোয়ারের আঘাতে আঘাতে মানুষ ক্ষত বিক্ষত
এখন ইতিহাসই বলে দেবে কাকে ফুলের মালা দিয়ে বরণ করা উচিৎ
আর কাকে তলোয়ার দিয়ে ক্ষত বিক্ষত করা উচিৎ ।

পৃথিবীর সব মুসলিম দেশের সকল মুসলমান

পৃথিবীর সব মুসলিম দেশের সকল মুসলমান পুরুষরা
মুহাম্মকে অনুসরণ করে হয়েছে লম্পট ।
আর মেয়েরা আয়শাকে অনুসরণ করে হয়েছে বেশ্যা
তারা আজো তাদের কাজের লোককে গুলাম ভাবতে বেশী পছন্দ করে
আর মেয়েদেরকে যৌনসামগ্রী ভাবতে বেশী আনন্দ বোধ করে
মেয়েরা যৌন দাসী হয়ে স্বামীর পায়ের নিছে থাকতে বেশী পছন্দ করে
আর নিজেকে পুরুষের খাবার ভেবে বুরকা দিয়ে ঢাকতে পছন্দ করে ।