রবিবার, ৩ মার্চ, ২০১৩

দুজন কালজয়ী মহাপুরুষ

পৃথিবীর মানুষের কাছে আসলেন দুজন কালজয়ী মহাপুরুষ
একজন রবিন্দ্রনাথ
আর একজন মুহাম্মদ
রবীন্দ্রনাথ আসলেন ফুল হাতে
আর মুহাম্মদ আসলেন তলোয়ার হাতে
রবিন্দ্রনাথ এসে পৃথিবীর মানুষকে করলেন ফুল বিতরণ
আর মুহাম্মদ এসে পৃথিবীর মানুষকে করলেন তলোয়ার বিতরণ
রবীন্দ্রনাথের ফুলের সুভাষে, সুন্দর্যে মানুষ মুখরিত
আর মুহাম্মদের তলোয়ারের আঘাতে আঘাতে মানুষ ক্ষত বিক্ষত
এখন ইতিহাসই বলে দেবে কাকে ফুলের মালা দিয়ে বরণ করা উচিৎ
আর কাকে তলোয়ার দিয়ে ক্ষত বিক্ষত করা উচিৎ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন