সক্রেটিস'কে বিষ দেওয়া হয়েছিল,
ব্রুনো'কে পুড়িয়ে মারা হয়েছিল,
হাইপেশিয়ার দেহকে নৃশংস
ভাবে টুকরো টুকরো করা হয়েছিল,
গ্যালিলিও'কে নির্বাসন
দেওয়া হয়েছিল,
আরজ আলী মাতুব্বরের
নামে মামলা করা হয়েছিল,
হুমায়ুন আজাদকে কোপানো হয়েছিল,
তসলিমা নাসরিনকে দেশত্যাগে বাধ্য...
করা হয়েছে;
এত হত্যা, নির্যাতন, নিষ্ঠুরতা দিয়েও
মুক্তচিন্তার মানুষের নাম মুছে ফেলা সম্ভব
হয় নি, তাদের চিন্তা-চেতনা ধ্বংস
করা সম্ভব হয় নি। বরং মৌলবাদী,
নিপীড়নকারীরাই মুছে গেছে ইতিহাসের
পাতা থেকে।
সত্য কথা বলার জন্য কাউকে হত্যা করতে হয়
না, হুমকি দিতে হয় না, স্বীকার করার জন্য
কাউকে বাধ্য করতে হয় না।
কিন্তু, ধর্ম টিকিয়ে রাখার জন্য
হত্যা করতে হয়, নিপীড়ন করতে হয়, মানুষের
কণ্ঠরোধ করতে হয়। কারন, ধর্ম মিথ্যার উপর
প্রতিষ্ঠিত।
ব্রুনো'কে পুড়িয়ে মারা হয়েছিল,
হাইপেশিয়ার দেহকে নৃশংস
ভাবে টুকরো টুকরো করা হয়েছিল,
গ্যালিলিও'কে নির্বাসন
দেওয়া হয়েছিল,
আরজ আলী মাতুব্বরের
নামে মামলা করা হয়েছিল,
হুমায়ুন আজাদকে কোপানো হয়েছিল,
তসলিমা নাসরিনকে দেশত্যাগে বাধ্য...
করা হয়েছে;
এত হত্যা, নির্যাতন, নিষ্ঠুরতা দিয়েও
মুক্তচিন্তার মানুষের নাম মুছে ফেলা সম্ভব
হয় নি, তাদের চিন্তা-চেতনা ধ্বংস
করা সম্ভব হয় নি। বরং মৌলবাদী,
নিপীড়নকারীরাই মুছে গেছে ইতিহাসের
পাতা থেকে।
সত্য কথা বলার জন্য কাউকে হত্যা করতে হয়
না, হুমকি দিতে হয় না, স্বীকার করার জন্য
কাউকে বাধ্য করতে হয় না।
কিন্তু, ধর্ম টিকিয়ে রাখার জন্য
হত্যা করতে হয়, নিপীড়ন করতে হয়, মানুষের
কণ্ঠরোধ করতে হয়। কারন, ধর্ম মিথ্যার উপর
প্রতিষ্ঠিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন