মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

ফুলে ফুলে সাজানো মায়াবন

অনেক দহন করেছ
প্রিয়তমা
এবার গ্রহণ কর গ্রহণ কর

ফুলে ফুলে সাজানো মায়াবন
এবার
আপন কর আপন কর
...
চোখে চোখে রেখে হয়েছি হরণ
পাতিয়া চরণ
এ মন বরণ কর বরণ কর

ফুটা যৌবনের
মোটা আলোড়ন
যদি খায় দুলনা দুলন
তবে মোরে শরণ কর শরণ কর

অনেক দহন করেছ
প্রিয়তমা
এবার গ্রহণ কর গ্রহণ কর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন