কি আর লিখবো আমি বাক হারা
কি আর লিখবো আমি বাক হারা
যখন দেখি বাংলাদেশের আকাশ থেকে ঝরেপড়ছে সকল উজ্জল তারা ।
যখন দেখি বাংলাদেশের আকাশ থেকে ঝরেপড়ছে সকল উজ্জল তারা ।
ওরা কেন বুজেনা
তারারা ঝরে গেলে রাগকরে রবি আর আলদেবে না
বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে
আর আলো দেখবেনা বাংলাদেশ ।
অন্ধকারে নিমজ্জিত তাকবে ততদিন
যতদিন পর্জন্ত আবার ফিরে না আসবে
অভিজিৎ, অনন্ত, অয়াশিক, রাজিব, হুমায়ূন আযাদেরা
বাংলার আকাশে বাতাশে
ততদিন পর্যন্ত দুরঘন্ধ ছড়াবে, সকল পথ দুর্গম হয়েযাবে
পাখীরা করুণশুরে গানগাইবে,
মাটি অভিশাপদিবে, বৃক্ষ অভিশাপদিবে
বাংলাদেশের সবুজের বিছানায় জেগে ওঠবে মরুভূমি ।
সেতায় বিরাট বিরাট ঊটের খুরের আঘাতে ছিন্নভিন্ন হবে বাংলার মাটি
আর তখনি, আর তখনি পুর্ব দিক আলোকিত করে আসবে
সেই সুর্জ সন্তানেরা , যাদেরকে প্রকাশ্যে হত্তাকরেছিল অন্ধকার থেকে ভূমিষ্ঠহওয়া কিছু পাপিষ্ঠ রা। সেই সুর্জ সন্তানদের পদদলিতে
সব আলোকিত হয়ে পুলকিত নয়নে ফুটিবে রঙ্গিন ফুল
নাচতে নাচতে বাঙ্গালীরা সকল ভেদাবেদ ভুলিয়া খাইবে সুখের দোল ।
তারারা ঝরে গেলে রাগকরে রবি আর আলদেবে না
বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হবে
আর আলো দেখবেনা বাংলাদেশ ।
অন্ধকারে নিমজ্জিত তাকবে ততদিন
যতদিন পর্জন্ত আবার ফিরে না আসবে
অভিজিৎ, অনন্ত, অয়াশিক, রাজিব, হুমায়ূন আযাদেরা
বাংলার আকাশে বাতাশে
ততদিন পর্যন্ত দুরঘন্ধ ছড়াবে, সকল পথ দুর্গম হয়েযাবে
পাখীরা করুণশুরে গানগাইবে,
মাটি অভিশাপদিবে, বৃক্ষ অভিশাপদিবে
বাংলাদেশের সবুজের বিছানায় জেগে ওঠবে মরুভূমি ।
সেতায় বিরাট বিরাট ঊটের খুরের আঘাতে ছিন্নভিন্ন হবে বাংলার মাটি
আর তখনি, আর তখনি পুর্ব দিক আলোকিত করে আসবে
সেই সুর্জ সন্তানেরা , যাদেরকে প্রকাশ্যে হত্তাকরেছিল অন্ধকার থেকে ভূমিষ্ঠহওয়া কিছু পাপিষ্ঠ রা। সেই সুর্জ সন্তানদের পদদলিতে
সব আলোকিত হয়ে পুলকিত নয়নে ফুটিবে রঙ্গিন ফুল
নাচতে নাচতে বাঙ্গালীরা সকল ভেদাবেদ ভুলিয়া খাইবে সুখের দোল ।