মানুষের রক্ত মাংস চুষে নিয়ে ষাটলক্ষ্য টাকার গাড়িচড়ে বেড়ায় মন্ত্রি, এম পি রা । আর এদিকে দেশের মানুষ অনাহারে জীবন যাপন করতে না পেরে, জীবন বাঁচানোর সন্ধানে দিচ্ছে সাগর পাড়ি। মধ্যসাগরের বড় বড় ডেউ ,গভীর জল , প্রচণ্ড খিদার জালা, পানির পিপাশায় চোখ ঝাপসা হয়ে মৃত্যুর কোলে ডলেপড়ে মরছে দেশের মানুষ। আর মন্ত্রি এম পিদের বাহাদুরি দেখলে মনে হয় জেন এইদেশ তাদের বাপের সপম্পত্তি ।তারা কেন বুজে না এই অনাহারী মানুষের ভোটে তারা দেশের মন্ত্রি, এম পি হয়েছে । আজ দেশের মানুষ দালালের খপরে পড়ে প্রান দিচ্ছে মধ্য সাগরে । আর মন্ত্রি, এম পি রা তাদেখছে আর পেট ভরে ভাত খাচ্ছে । দেশে লক্ষ লক্ষ অনাহারী মানুষের ভাত কেড়েনিয়ে । জয় বাংলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন