যে বা যারা অনন্ত কে হত্যা করেছে তাদেরকে বলছি। তোমরা খুবী বোকা এবং মুর্খ তা নাহলে এই অসহায় নিরস্ত্র ব্লগারদের হত্যা করবে কেন ? তোমারা এক অনন্ত কে হত্যা করে কোটি অনন্তের জন্ম দিয়েছ । কারণ মানুষ বুজে এবং জানে অনন্তরা খারাপ না অনন্তরা শান্তশিষ্ট। আর যারা হত্যা করে, খুন, খারাপি করে তারাই পাপিষ্ঠ । তোমরা কয়জনকে হত্যা করবে ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র ফ্রান্সের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র ডেনমার্কের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র ব্রিটেনের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র কমিউনিস্ট চিনের নাস্তিক দের ? তোমরা পারবে কি হত্যা করতে সমগ্র যুক্তরাষ্ট্রের নাস্তিক দের ? আর কি বলব আর ত বাকি রয়েগেল সারা পৃথিবীর সকল নাস্তিক । কি করবে তোমারা কিছুই পারবেনা । যারা তোমাদের মত মাথামোটা জঙ্গি দের চিড়ে একশবার জুড়া দিবে , তাদের তোমারা কিছুই করতে পারবে না । আর শুধু পারবে নিরস্ত্র বাঙ্গালী ব্লগার দের বাল চিড়তে । শালা কুত্তার বাচ্ছা জঙ্গি রা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন