সেদিনের সেই দাড়িয়ে থাকা ,
একটি পলক তোমায় দেখা
তার পর লাফিয়ে লাফিয়ে
হাঁপিয়ে হাঁপিয়ে বাড়ি ফেরা ।
দুষ্টমিতে মায়ের বকা
বোনের শাসন
বাবার আদর
জড়িয়ে কাঁদা বিছানা চাদর ।
সকাল বেলায় স্কুলে যাওয়া,
বিকাল বেলায় গান গাওয়া,
দুপুর বেলায় পুকুর জলে দলে দলে সাতার কাটা ,
দুটি টাকার জন্য সারা দিন মায়ের আচল ধরে পিছু হাটা ।
পাশের বাড়ির আম চুরি,
তাড়িয়ে আসা গায়ের বুড়ি।
সারা দিন মাটে, ঘাটে
সন্ধ্যা বেলায় বই পাঠে।
দাদির কাছে কেচ্ছা শুনা
মনে মনে স্বপ্ন বুনা ।
সিনেমা দেখে নাইকার প্রেমে পড়া
তাকে নিয়ে পত্র লেখা
গান শুনা ।
কবিতা পড়া ।
বিলের ধারে জাল দিয়ে মাছ ধরা
শাপলা পুলের গন্ধে হৃদয় উজাড় করা ।
এইতো ছিল জীবন
ছোট বেলা মধুর খেলা
খুজি আমি এখন।