সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

, কোরান না বিজ্ঞান কোনটা সত্য।

কোরানে যদি ১৫ শ বছর আগে কৃষ্ণগহ্বরের ছবি ছিল তাহলে  এতদিন লাগলো কেন এই বিষয় বুঝতে ? কোরানে যেহেতু ছিল তাহলে কৃষ্ণগহ্বরের ছবি কয়েক শত বা কয়েক বছর আগেই প্রকাশ করলে হত ,বুঝা যেত কোরানে বিজ্ঞান আছে। আর তা এমন সময় প্রকাশ করা হলো মুল্লাদের তরফ থেকে , যখন সবে মাত্র  বিজ্ঞানিরা কৃষ্ণগহ্বরের ছবি আবিষ্কার করে হাফ ছাড়লো। মুল্লা,মুন্সীরা আগে এর ব্যাখ্যা দিলো না কেন ? বিজ্ঞান যখন আবিষ্কার করল , তার পর বিজ্ঞানের সব কিছু কপিরাইট, করে সেটা কোরানের নামে চালিয়ে দিইয়ে কোরানের ভুল ব্যাখ্যা দিচ্ছে মডারেটরা। তোরা মানুষ হবি কবে ? আর কত কাল মিথ্যাচার করে মানুষকে অন্ধকরে বন্ধ রাখবি তোরা । কোরানে সব কিছু পাওয়া যায় তবে সেটা বিজ্ঞানীরা আবিষ্কার করার পরে , এর চেয়ে বড় ভণ্ডামি আর কি হতে পারে। আচ্ছা আজ আমার একটা  প্রশ্ন যদি তার উত্তর দিতে পারো কোরান থেকে , কথা দিলাম আমি আবার মুসলমান হয়ে যাব । প্রশ্ন টা হচ্ছে বিজ্ঞানীরা বলেছে যে এই মহা বিশ্বে এলিয়েনরা কোথাও না কোথাও আছে, তবে আমার প্রশ্ন টা হল , মহা বিশ্বের কোথায় এবং কি আবস্তায় এলিয়েনরা আছে ? তারা কি খায় ?  কি পরে ? কি করে ? সে খানেও কি  ধর্ম নিয়ে মারা মারি কাটা কাটি হয় ? । উত্তর দাও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন