আগে না হয় পিতা-মাতা
আমি কোন দুষ্টুমি করলে বকা দিত
কান্না পেত কান্না পেয়ে ,
ধীর স্থির হয়ে নিজের মত নিজে গুছিয়ে নিতাম ।
আর আজ জীবনের মধ্যখানে এসে সংসারের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকর প্রয়োজনে প্রতিদিন কান্না পায়
এই কান্না কোনদিন থামেনা না ।
আর কোনদিন থামবে কিনা তাও জানিনা ।
অভাব যখন সংসারে আসে হাসিখুশি, সুখ, বেঁচে থাকার সব আশ্বাস মন থেকে পালিয়ে যায় ।
ইচ্ছে হয় সবকিছু ছেড়ে চিরতরে চলে যায় ওই ও পারে যেখানে কেউ এসে বলবে না
ওঠো বাজারে যাও
বাচ্চাদের স্কুলের বেতন দাও
বাসা ভাড়া দাও
পাওনাদারের ঋণ শোধ করো ।
থাকবে না যেখানে সংসারের বোঝা, সমাজের কুকীর্তি ,
রাষ্ট্রের দুর্নীতি, অনিয়মের কালোহাত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন