সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

আমি আর আসবনা কবিতা পাটের আঁশরে


 আমি আর আসবনা কবিতা পাটের আঁশরে
কেন ?
কারণ তুমি আমাকে ভালবাসনা তাই
তুমি ভালবাস কবি সুলেমানকে ।

কবিতার আঁশরে নাচ হবে, গান্ হবে, কবিতা পাট হবে
শুধু একটা মানুষের অনুপস্তিথি থাকবে সেতায় ,যে মানুষটা সব সময় তোমার বাকা চাদের হাসির মত সুন্দর মুখখানা দেখে সদ্ধফুটা শাপলা ফুলের সাথে করত তোমার তুলনা।

না না না.........।
আমি শুধু কবি সুলেমানকে নয়, আমি ভালবাসি সব কবিকে
কারণ কবিরাই এনে দিতে পারে বিশ্ব দরবার থন্য থন্য করে খুজে একশো আটটি নীল পদ্ধ, আর সেপদ্ধ আমার খুব প্রয়জন, কারণ আমি এই পৃথিবীকে সাজাতে চাই একশো আঁটটা নীল পদ্ধের মত সুন্দর করে ।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩

মুসলমানরা শুধু মুসলমান

মুসলমানরা শুধু মুসলমান

 
মুসলমানরাতো মানুষ না শুধু মুসলমান , মুসলমানরা যদি মুসলমান না হয়ে পশুও হত তাহলে অনেক ভাল হত । দেশ এবং দশ ভালথাকত। দেশ এবং দশকে অশুস্থ করছে মুসলমানরাই ।। 

গুপন প্রেম আর এক নতুন ইতিহাস

গুপন প্রেম আর এক নতুন ইতিহাস

 
বাপ্পা মজুমদার আর মিলার একটা গান আছে
  
দেহগেলে কিযায় বলও মন গেলেত সবিযায় ................  
 
 এইগানের বাস্তব প্রমাণ পেলাম প্যারিসে এসে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বয়স্ক বন্ধু (বয়স আনুমানিক ৪৫ হবে) বাড়ি সিলেট মৌলবিবাজার।বললেন তার বিবাহ জীবনের করুণ কাহিনী। বয়স তখন তার ৪২ হবে বাংলাদেশে গেলেন বিয়ে করতে। আর যাই হোক মেয়ে কিন্তু সুন্দরী শিক্কিতা কম বয়সের হতে হবে । টিক তাই সে কথা মত বিয়ে...... আর সে বিয়ে হল খুব ধূমধাম করে।(মেয়ের নাম সুলতানা বয়স ১৬)  বিয়ে করে বউকেনিয়ে তিন মাস দেশেথাকার পর প্যারিসে চলে এলেন জেই......... শুরু হল মেয়েটার গুপন প্রেম। পুরনো পরিচিত প্রেমিকের সাথে প্রায়ই দেখা করে সুলতানা। জেগে ওটে মনেতার পুরনো প্রেম পুর্নরায়, ভুলেযায় স্বামী, ভুলে যায় কৌতূহলময় প্যারিস, হারিয়েযায় মাতা থেকে ধন দৌলত, স্বামীর দেখানু লাখ লাখ টাকার স্বপ্নও । একদিন ঘভির রাতে সে তার সেই প্রেমিকের হাতে হাতরেখে চলে যায় চোখ যত দূর যায় ততদূর আর ফেরে না এই বর্বর ধর্মিয় সমাজ ব্যাবস্তায়, যেখানে বিয়ে হয় ৪২ বছরের অর্ধবৃদ্ধের সাথে একটা কিশোরী ১৬বছর বয়সের মেয়ের ।

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৩

শূন্যতা

শূন্যতা

শূন্যতা
 
শূন্য আকাশ শূন্য হৃদয় শূন্য এ জীবন 

 শূন্য নিছ শূন্য বীচ করি শূন্য শমর্থন
 
শূন্য গড শূন্য ঈশ্বর শূন্য আল্লাপাক
 
শূন্য তারা শূন্য সারা শূন্য কালো কাক   
 

শূন্য চাঁদ শূন্য স্বাদ শূন্য মহাম্মদ
 
শূন্য মদ শূন্য পদ, আমিশূন্য  বিশারদ
 
শূন্য হাসি শূন্য বাসি শূন্য চাঁদের আলো  
 
শূন্য জীবন শূন্য মরন শূন্য ভাসিবাল

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

বাংলাদেশের বেশীর ভাগ মেয়েরা মানুষিক জটিল সমস্যায় ভোগছে

বাংলাদেশের বেশীর ভাগ মেয়েরা মানুষিক জটিল সমস্যায় ভোগছে 

 এই সমস্যার সম্মুখীন হয়ে কেউ করছে আত্নহত্যা আবার কেউ বেঁচে আছে পাঁথর হয়ে।

 সমস্যা গুলি নিচে দেয়া হল ।

 ১,প্রেম করে প্রেমিকের প্রথারনা বা প্রেম করে প্রেমের স্বীকৃতি না পাওয়া।

 ২,রাস্তায় চলাচলে বখাটেদের উৎপাত।

 ৩,পারিবারিক জটিলতা।

 ৪,ধর্মের নামে নারীর ইচ্ছা অনিচ্ছা বা তার ব্যক্তি স্বাধীনতা কেড়েনেয়া ।

পতিতা

পতিতা

এক দিন এক পতিতার হাত ধরে গিয়ে ছিলাম তার ঘরে ।

 ঘর তার সাজানু ফুলদানির মত টিক যেন তার মত মায়াবি ।

 সে তার কোমল সুন্দর হাত আলতো করে আমার বুক স্পর্শ করল

 আমি কেঁপে ওঠলাম, জীবনে প্রথম স্পর্শ !!!

সে মেয়েটি আমার ঠোট স্পর্শ করল

 আমি কেঁপে ওঠে চেপে ধরলাম তার ঠোট

 জীবনের প্রথম অনুভূতি !!!

সে আমার লিঙ্গ স্পর্শ করল ..
.
তখন না আর কেঁপে ঠোটলাম না

 উত্তেজিত হলাম ।

 তার যৌনাঙ্গের কোমল ছোঁয়ায়

 আমি হারিয়ে ফেলি আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ !!!!

ইচ্ছাহয় সকল প্রিয় মানুষদের

ইচ্ছাহয় সকল প্রিয় মানুষদের 

 একটা লালা গোলাপ আর এক পৃথিবী ভালবাসা দিতে

 বিনিময়ে
তারা আমার গালে এঁকে দেবে এক রাশ চুমো

 কিন্তু জানি তা কেউ এঁকে দেবেনা আমায়, কারণ

 এখন প্রিয় মানুষ গুলির কাছে এক পৃথিবী ভালবাসা আর একটা লালা গোলাপ খুবী মূল্য হীন।

 তাদের কাছে মূল্য আছে কেবল অর্থের যা শুধু অনর্থের মূল এনেদিতে পারে ।

বিয়ে প্রথা

বিয়ে প্রথা

স্বামীরাই হচ্ছে পৃথিবির সবচেয়ে ভয়ঙ্কর ধর্ষণের ধর্ষক
আর স্ত্রীরা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্করধর্ষণের শিকার।

এই ধর্ষণের প্রতিবাদ তারা কারকাছে করেনা ।

তিনটা চারটা বিয়ে করে স্বামী করছে ধর্ষণ ।

আর এই ভয়ঙ্কর ধর্ষণের শিকার হচ্ছে স্ত্রীরা ।...

এই বিষাক্ত বেদনার শিকার স্ত্রীরা
কেউ করছে আত্নহত্যা ,কেউ করছেন পরকীয়া আর কেউ যাচ্ছে পতিতালয়ে
আবার কেউ পালীয়ে যে কোথায় যায় আর কোন দিন ফেরেনা
এই ভয়ঙ্কর বিয়ে প্রথায় ।

তোমার কাছে আমার একখানা খুলাচিটি ।

প্রিয়তমা শুধু তোমার সুখের জন্য আজ আমি দূরে শরে গেছি
অপেক্কায় থেকো কিছুদিন পর আর অনেক...... অনেক .........দূরে চলে যাব
তুমি ভাল থেকো ।

আমি দূরে শরে যাব
আমি ঝরে যাব শুকনো পাথার মত , তবু তুমি ভাল থেকো ।
তোমার মুখে এক ফুটা হাসি ফুটানোর জন্য
আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব তবু তুমি ভাল থেকো ...
হয়ত আমি বেশীদিন বাচবনা তবু তুমি ভাল থেকো
তুমি আমার প্রাণে, আছো ভীতরে আছো , বাহীরে আছো
থাকবে আমার পিঞ্ঝর থেকে প্রাণ পাখী শরে যাবার আগপর্যন্ত । তবু তুমি ভাল থেকো ।
ওবামাকে বলছি

অনেক হয়েছে আরনা ।
আর যুদ্ধ চাইনা আমরা । চাইনা যুক্তরাষ্ট্র হামলা করুক শিরিয়া ।
তাথে নারীও শিশুর মৃত্যু কমবেনা আরও অনেক অনেক বাড়বে ।
আর চাইনা মৃত্যু ।
চাইনা রাসায়নিক অস্ত্রে মানুষ হত্যার বদলে আর মানুষ হত্যা ।
চাই শান্তি ।
চাই সটীক বিচার হোক সিরিয়া সর্কারের ।
চাই অপরাধের ঝুলন্ত ফাঁসিতে ঝুলানুহোক অপরাধীদের ,যুদ্ধ করে সাধারণ মানুষকে কেন অযথা বার্তি বিপধে ফেলবেন ?


এখানে মেয়েদের কুনো কমেন্ট পাবেন না কারণ তারা সেক্সটারে লজ্জা বা অপরাধ কিং বা নিজের ক্কথি মনে করে । তারা ভাবে একটা পুরুষের সাথে শুয়িলে পুরুষ তার সব লুট করেনিয়ে যায় সে কিছুই পায়না তার বিনিময়ে। কেন পায়না? সে চায়না তাই কেন চায়না? ছোট বেলা থেকে শুনে আসছে সেক্স জিনিষ টা ভালনা এটা খুব খারাপ এটা করলে পুরুষ নারীর সব লুটকরে নিয়েজায় তাই ,এই কথা শুনেছে ভ্যাস...তো হয়ে গেল ।যান তে চাইবেনা সে কেন এবং কীভাবে লুট করে নিয়েজায় সেটাতে তাঁরও কোন ভাগ আছে কিনা ? মেয়েরাই মেয়েদের অধপথনের জন্য দায়ী । কেন সে বলে বলীয়ান হয়ে ওটেনা ?কেন সে বলেনা পুরুষ তনন্রকে এটা এভাবে নয় এটা হতে হবে এভাবে ?কেন প্রশ্ন করে না ?কেন সব মেনে নেয় নত শীরে ?

বাংলাদেশ

আমি চাই আমার সোনার বাংলাদেশ
সোনার মত জ্বলজ্বল করুক ।

না, এখানে কালো দাগ লেপন করেদিল মৌলবাদ আর দুর্নীতি ।

আমি চাই আমার সোনার বাংলাদেশের সোনার
মানুষেরা আহরণ করুক সোনা
আর তা লেপন করুক বাংলার সর্বস্তরে
জ্বলজ্বল করুক বাংলাদেশ।
না, সোনা আহরণ করছে টিক ই কিন্তু লেপন করছে সৌদি আরব আর পাকিস্তানের মত নুংরা জায়গায় ।

আমি চাই আমার সোনার বাংলাদেশের মানুষ, সোনার ছেলেহয়ে যার যার মত চলুক
গড়ুক স্বপ্নের খেলাঘর।
 না, এখানে যে যার মত চলাতো দূরের কথা, কোন মতপ্রকাস করলেও
 পিশাচের মত কামড়ে ধরে মৌলবাদি অপশক্তি
আমার একটি নাচের ভিডিও