শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩

তোমার কাছে আমার একখানা খুলাচিটি ।

প্রিয়তমা শুধু তোমার সুখের জন্য আজ আমি দূরে শরে গেছি
অপেক্কায় থেকো কিছুদিন পর আর অনেক...... অনেক .........দূরে চলে যাব
তুমি ভাল থেকো ।

আমি দূরে শরে যাব
আমি ঝরে যাব শুকনো পাথার মত , তবু তুমি ভাল থেকো ।
তোমার মুখে এক ফুটা হাসি ফুটানোর জন্য
আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব তবু তুমি ভাল থেকো ...
হয়ত আমি বেশীদিন বাচবনা তবু তুমি ভাল থেকো
তুমি আমার প্রাণে, আছো ভীতরে আছো , বাহীরে আছো
থাকবে আমার পিঞ্ঝর থেকে প্রাণ পাখী শরে যাবার আগপর্যন্ত । তবু তুমি ভাল থেকো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন