বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩

গুপন প্রেম আর এক নতুন ইতিহাস

গুপন প্রেম আর এক নতুন ইতিহাস

 
বাপ্পা মজুমদার আর মিলার একটা গান আছে
  
দেহগেলে কিযায় বলও মন গেলেত সবিযায় ................  
 
 এইগানের বাস্তব প্রমাণ পেলাম প্যারিসে এসে ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বয়স্ক বন্ধু (বয়স আনুমানিক ৪৫ হবে) বাড়ি সিলেট মৌলবিবাজার।বললেন তার বিবাহ জীবনের করুণ কাহিনী। বয়স তখন তার ৪২ হবে বাংলাদেশে গেলেন বিয়ে করতে। আর যাই হোক মেয়ে কিন্তু সুন্দরী শিক্কিতা কম বয়সের হতে হবে । টিক তাই সে কথা মত বিয়ে...... আর সে বিয়ে হল খুব ধূমধাম করে।(মেয়ের নাম সুলতানা বয়স ১৬)  বিয়ে করে বউকেনিয়ে তিন মাস দেশেথাকার পর প্যারিসে চলে এলেন জেই......... শুরু হল মেয়েটার গুপন প্রেম। পুরনো পরিচিত প্রেমিকের সাথে প্রায়ই দেখা করে সুলতানা। জেগে ওটে মনেতার পুরনো প্রেম পুর্নরায়, ভুলেযায় স্বামী, ভুলে যায় কৌতূহলময় প্যারিস, হারিয়েযায় মাতা থেকে ধন দৌলত, স্বামীর দেখানু লাখ লাখ টাকার স্বপ্নও । একদিন ঘভির রাতে সে তার সেই প্রেমিকের হাতে হাতরেখে চলে যায় চোখ যত দূর যায় ততদূর আর ফেরে না এই বর্বর ধর্মিয় সমাজ ব্যাবস্তায়, যেখানে বিয়ে হয় ৪২ বছরের অর্ধবৃদ্ধের সাথে একটা কিশোরী ১৬বছর বয়সের মেয়ের ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন