সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৩

আমি আর আসবনা কবিতা পাটের আঁশরে


 আমি আর আসবনা কবিতা পাটের আঁশরে
কেন ?
কারণ তুমি আমাকে ভালবাসনা তাই
তুমি ভালবাস কবি সুলেমানকে ।

কবিতার আঁশরে নাচ হবে, গান্ হবে, কবিতা পাট হবে
শুধু একটা মানুষের অনুপস্তিথি থাকবে সেতায় ,যে মানুষটা সব সময় তোমার বাকা চাদের হাসির মত সুন্দর মুখখানা দেখে সদ্ধফুটা শাপলা ফুলের সাথে করত তোমার তুলনা।

না না না.........।
আমি শুধু কবি সুলেমানকে নয়, আমি ভালবাসি সব কবিকে
কারণ কবিরাই এনে দিতে পারে বিশ্ব দরবার থন্য থন্য করে খুজে একশো আটটি নীল পদ্ধ, আর সেপদ্ধ আমার খুব প্রয়জন, কারণ আমি এই পৃথিবীকে সাজাতে চাই একশো আঁটটা নীল পদ্ধের মত সুন্দর করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন