রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

বিবর্তনবাদ

বিগ ব্যঙ্গ  যদি সত্য হয়  তবে
বিবর্তনবাদ সত্য ।
যদি এক ভাষা থেকে সব ভাষার সৃষ্টি সত্য হয়
তবে বিবর্তনবাদ সত্য ।

মানুষ এসেছে শিলপাঞ্জি বা বানরের মত এক বুদ্ধি মান প্রাণীথেকে ।
আজকের এই বুদ্ধিমান মানুষ , এক সময় নিজেকে পরিচালনা করেছে বনের সকল প্রাণীর মত ।
তারাও চিল বনের প্রাণীর মত বুদ্ধিহীন । তাই বনের অন্যান্য পশুর সাথে লড়াই করে করত খাবার । সংরক্কন। তখন সেই বানর বা শিলপাঞ্জির মত মানুষের আদি মাতা মারা গেল তার দুটি সবল সন্তান প্রসব করে  ।এখন ঐ দুটি বাচ্ছা বাচতেহলে ,  প্রকৃতির সাথে সংগ্রাম করে বাঁচতে হবে, না হয় তাদের মরতে হবে ,আর  প্রকৃতির সাথে সংগ্রাম করে বাঁচতে হলে প্রয়জন কৌশলের আর কৌশল খাটাতে হলে প্রয়জন বুদ্ধির আর বুদ্ধির মাধ্যমে পারা যায় নিজেকে রক্কাকরা । ঐ শিলপাঞ্জির বলবান  কৌশলী বাচ্ছারা ,এভাবে টিকে থেকে নিজেকে সৃষ্টি করে কৌশলী আর বুদ্ধিমান । যেমন এখন মানুষের এক সভ্যতা থেকে আরও এক সভ্যতা আরও বেশী জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ।    

সোমবার, ১৪ অক্টোবর, ২০১৩

আল্লার নামে জ্যান্ত পশু বলি দেয়ার মত নিষ্টুর কাহিনী অন্য কুনো ধর্মে নাই

আল্লার নামে জ্যান্ত পশু বলি দেয়ার মত নিষ্টুর কাহিনী অন্য কুনো ধর্মে নাই । তারা আল্লার নামে প্রথমে ইসমাইলকে বলি দিতে শুরুকরে । স্বপ্নের মত একটি কাল্পনিক বিষয়ের উপর লক্য করে  নিজের পুত্রকে বলি দেয় এমন নরপশুময় পিতার হদিস পৃথিবীর ইতিহাসে নেই । পরে ইসমাইলকে বলির পাটা না করে , বলি দেয়াহয় দুম্বাকে আর এই দুম্বাকে বলি দেয়ার মাধ্যমে শুরু হয় পশু বলিদেয়া , আল্লার নামে বলি দিতেইহবে, সেটা হোক মানুষ কিংবা পশু তাথে যায় আসে না ইসলাম প্রিয় ধর্মান্ধ মানুষের। কারণ ইসাম ধর্ম রক্তা রক্তিতে পছন্দ করে , ইলামি জিহাদ , এবং বোমাবাজী বা পশু বলি দেয়ার মত জঘন্যতম নিষ্টুর কাজদেখে তা ভালভাবে  অনুধাবন করা যায় ।    

শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

প্রশ্ন ও প্রকৃতি

প্রশ্ন ও প্রকৃতি

আমার মাতা যদি আমাকে জন্মনাদিত  
তাহলে আমার কি আর মানব জনম হতনা এই পৃথিবীতে ?

তাহলে কি আমি আর আসতামনা  অন্য কোন
মায়ের কূলে ?

যদি না আসতাম ?
তাহলে আমি কেমন থাকতাম ?

এসে কেমন আছি ?
আর যখন থাকবনা
তখন কেমন থাকব ?

হয়ত তাকব তেমন
যেমন থাকে দিন এবং রাত্রি
অদের কিছুতেই কিছু হয়না
আমারো কছুতেই কিছুই হবেনা
আমার কাছে আই লেখার কোন মানেই মনে হয়না ।

মানুষ আসে থাকে
তার পর বৃদ্ধ হয় মারা যায় ।

এইযে আমি, আছি থাকছি
তার পর, থাকবনা
এর মানে কি ?

এই পৃথিবী সৃষ্টি,পৃথিবী ধ্বংস ।
এর মানে কি ?

কিসের তরেইবা এসব সৃষ্টি হল?
আবার ধ্বংস হয় ?

কোন কিছু স্তাই বা এর স্তাইত্য
নেই কেন?

প্রকৃতির আই খেলার
আমরা হলাম সামান্য সদস্য মাত্র ।