সোমবার, ১৪ অক্টোবর, ২০১৩

আল্লার নামে জ্যান্ত পশু বলি দেয়ার মত নিষ্টুর কাহিনী অন্য কুনো ধর্মে নাই

আল্লার নামে জ্যান্ত পশু বলি দেয়ার মত নিষ্টুর কাহিনী অন্য কুনো ধর্মে নাই । তারা আল্লার নামে প্রথমে ইসমাইলকে বলি দিতে শুরুকরে । স্বপ্নের মত একটি কাল্পনিক বিষয়ের উপর লক্য করে  নিজের পুত্রকে বলি দেয় এমন নরপশুময় পিতার হদিস পৃথিবীর ইতিহাসে নেই । পরে ইসমাইলকে বলির পাটা না করে , বলি দেয়াহয় দুম্বাকে আর এই দুম্বাকে বলি দেয়ার মাধ্যমে শুরু হয় পশু বলিদেয়া , আল্লার নামে বলি দিতেইহবে, সেটা হোক মানুষ কিংবা পশু তাথে যায় আসে না ইসলাম প্রিয় ধর্মান্ধ মানুষের। কারণ ইসাম ধর্ম রক্তা রক্তিতে পছন্দ করে , ইলামি জিহাদ , এবং বোমাবাজী বা পশু বলি দেয়ার মত জঘন্যতম নিষ্টুর কাজদেখে তা ভালভাবে  অনুধাবন করা যায় ।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন