শনিবার, ১২ অক্টোবর, ২০১৩

প্রশ্ন ও প্রকৃতি

প্রশ্ন ও প্রকৃতি

আমার মাতা যদি আমাকে জন্মনাদিত  
তাহলে আমার কি আর মানব জনম হতনা এই পৃথিবীতে ?

তাহলে কি আমি আর আসতামনা  অন্য কোন
মায়ের কূলে ?

যদি না আসতাম ?
তাহলে আমি কেমন থাকতাম ?

এসে কেমন আছি ?
আর যখন থাকবনা
তখন কেমন থাকব ?

হয়ত তাকব তেমন
যেমন থাকে দিন এবং রাত্রি
অদের কিছুতেই কিছু হয়না
আমারো কছুতেই কিছুই হবেনা
আমার কাছে আই লেখার কোন মানেই মনে হয়না ।

মানুষ আসে থাকে
তার পর বৃদ্ধ হয় মারা যায় ।

এইযে আমি, আছি থাকছি
তার পর, থাকবনা
এর মানে কি ?

এই পৃথিবী সৃষ্টি,পৃথিবী ধ্বংস ।
এর মানে কি ?

কিসের তরেইবা এসব সৃষ্টি হল?
আবার ধ্বংস হয় ?

কোন কিছু স্তাই বা এর স্তাইত্য
নেই কেন?

প্রকৃতির আই খেলার
আমরা হলাম সামান্য সদস্য মাত্র ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন