রবিবার, ২০ অক্টোবর, ২০১৩

বিবর্তনবাদ

বিগ ব্যঙ্গ  যদি সত্য হয়  তবে
বিবর্তনবাদ সত্য ।
যদি এক ভাষা থেকে সব ভাষার সৃষ্টি সত্য হয়
তবে বিবর্তনবাদ সত্য ।

মানুষ এসেছে শিলপাঞ্জি বা বানরের মত এক বুদ্ধি মান প্রাণীথেকে ।
আজকের এই বুদ্ধিমান মানুষ , এক সময় নিজেকে পরিচালনা করেছে বনের সকল প্রাণীর মত ।
তারাও চিল বনের প্রাণীর মত বুদ্ধিহীন । তাই বনের অন্যান্য পশুর সাথে লড়াই করে করত খাবার । সংরক্কন। তখন সেই বানর বা শিলপাঞ্জির মত মানুষের আদি মাতা মারা গেল তার দুটি সবল সন্তান প্রসব করে  ।এখন ঐ দুটি বাচ্ছা বাচতেহলে ,  প্রকৃতির সাথে সংগ্রাম করে বাঁচতে হবে, না হয় তাদের মরতে হবে ,আর  প্রকৃতির সাথে সংগ্রাম করে বাঁচতে হলে প্রয়জন কৌশলের আর কৌশল খাটাতে হলে প্রয়জন বুদ্ধির আর বুদ্ধির মাধ্যমে পারা যায় নিজেকে রক্কাকরা । ঐ শিলপাঞ্জির বলবান  কৌশলী বাচ্ছারা ,এভাবে টিকে থেকে নিজেকে সৃষ্টি করে কৌশলী আর বুদ্ধিমান । যেমন এখন মানুষের এক সভ্যতা থেকে আরও এক সভ্যতা আরও বেশী জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন